প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ২৪, ২০২৫, ৬:৪৩ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১৫, ২০২৪, ৫:৫০ পি.এম
কুষ্টিয়ায় চেয়ারম্যানকে গুলি করে হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

হৃদয় রায়হান,কুষ্টিয়া প্রতিনিধি।।
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নঈমুদ্দিন ওরফে সেন্টু হত্যা মামলার প্রধান আসামি তরিকুল ইসলাম ওরফে টুকুকে (৪৫) গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল সোমবার রাত সোয়া ১০টার দিকে পাবনা সদর উপজেলার গোবিন্দপুর এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গতকাল দিবাগত রাত দেড়টার দিকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় কুষ্টিয়া র্যাব ক্যাম্প। গ্রেপ্তার তরিকুল দৌলতপুর উপজেলার ফিলিপনগর গ্রামের মহির উদ্দিন আহমেদের ছেলে। আজ মঙ্গলবার সকালে তাঁকে দৌলতপুর থানায় সোপর্দ করেছে র্যাব।
সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, গত ৩০ সেপ্টেম্বর বেলা সাড়ে ১১টার দিকে আধিপত্য বিস্তার ও পূর্বশত্রুতার জেরে ইউপি চেয়ারম্যান নঈমুদ্দিনকে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে গুলি করে হত্যা করে সন্ত্রাসীরা। পরদিন চেয়ারম্যানের ছেলে আহসান হাবীব বাদী দৌলতপুর থানায় একটি হত্যা মামলা করেন। মামলায় মোট ১০ জনের নাম উল্লেখ করা হয়। অজ্ঞাতনামা আসামি করা হয় আরও ৮-১০ জনকে। প্রধান আসামি করা হয় তরিকুল ইসলামকে।
মামলার পর আলোচিত এই হত্যা মামলার আসামিদের ধরতে গোয়েন্দা নজরদারি বাড়ায় র্যাব। সোমবার তথ্যের ভিত্তিতে র্যাব পাবনা সদর উপজেলার গোবিন্দপুর গ্রামে অভিযান চালিয়ে তরিকুল ইসলামকে গ্রেপ্তার করে। পরে রাতেই তাঁকে কুষ্টিয়া র্যাব ক্যাম্পে আনা হয়।
কুষ্টিয়া র্যাব ক্যাম্পের কমান্ডার স্কোয়াড্রন লিডার মোহাম্মদ ইলিয়াস খান বলেন, বাকি আসামিদের ধরতেও র্যাবের তৎপরতা বাড়ানো হয়েছে।
Chief Adviser-...
Adviser- Mohammad Kamrul Islam,
Editor & publisher- Mohammad Islam.
Head office:-Motijheel C/A, Dhaka-1212, Corporate office:-B.B Road ,Chasara,
Narayanganj-1400,✆-02-47650077,02-2244272 Cell:+88-01885-000126.
web:www.samakalinkagoj.com. News-samakalinkagoj@gmail.com, advertisements-ads.samakalinkagoj@gmail.com,
✆+8801754-605090(Editor).সম্পাদক ও প্রকাশক কর্তৃক ১৮০,ফকিরাপুল পানির টাংকির গলি,মতিঝিল বা/এ, ঢাকা অবস্থিত 'জননী প্রিন্টার্স' ছাপাখানা হতে মুদ্রিত, ◑ রেজি ডি/এ নং-৬৭৭৭, All Rights Reserved ©Daily samakalin kagoj paper authority সর্বস্বত্ব সংরক্ষিত ©দৈনিক সমকালীন কাগজ পত্রিকা কর্তৃপক্ষ।
Copyright © 2025 Samakalin Kagoj. All rights reserved.