প্রিন্ট এর তারিখঃ জুলাই ৭, ২০২৫, ৭:৪১ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৪, ১০:১৩ এ.এম
মুন্সীগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সজল হত্যায় ৪৫১জনের বিরুদ্ধে মামলা

মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধিঃ
মুন্সীগঞ্জ শহরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সজল মোল্লা (৩০) নিহতের ঘটনায় রাজনৈতিক নেতা ও জনপ্রতিনিধিসহ ৪৫১ জনকে আসামী করে হত্যা মামলা দায়ের করা হয়েছে।শুক্রবার(২০ সেপ্টেম্বর)বেলা ১১ টার দিকে নিহতের ছোট ভাই সাইফুল ইসলাম বাদী হয়ে সদর থানায় এ মামলা দায়ের করেন।মামলায় ৩০১ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরো ১০০ থেকে ১৫০ জনকে আসামী করা হয়।মুন্সীগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি)খলিলুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।দায়ের করা সজল মোল্লা(৩০)হত্যা মামলার উল্লেখযোগ্য আসামিরা হচ্ছেন-জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ মহিউদ্দিন, মুন্সীগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য হাজী মো:ফয়সাল বিপ্লব,সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আনিস উজ্জামান,তার ২ ছেলে আক্তার উজ্জামান রাজিব ও জালাল উদ্দিন রুমি রাজন,জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সোহানা তাহমিনা,শহর ছাত্রলীগের সভাপতি নসিবুল ইসলাম নোবেল,সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলর সাজ্জাত হোসাইন সাগর,সরকারি হরগঙ্গা কলেজ ছাত্রলীগের সভাপতি নিবির আহমেদ,জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ফয়সাল মৃধা,সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামসুল কবির মাষ্টার, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুর রহমান ভ্ইুয়া,শহর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রায়হানুজ্জামান রাসেল,সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান নাজমুল হাসান সোহেল,সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফসার উদ্দিন ভুইয়ার ছেলে মাহমুদুল হাসান সাদি,পঞ্চসার ইউপির চেয়ারম্যান গোলাম মোস্তফা, চরকেওয়ার ইউপির চেয়ারম্যান আফসার উদ্দিন ভুইয়া,আধারা ইউপির চেয়ারম্যান সোহরাব হোসেন, বাংলাবাজার ইউপির চেয়ারম্যান সোহরাব হোসেন পীর,শিলই ইউপির চেয়ারম্যান পারভেজ মৃধা, মোল্লাকান্দি ইউপির চেয়ারম্যান রিপন হোসেন পাটোয়ারি,মুন্সীগঞ্জ পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সোহেল রানা রানু।প্রসঙ্গত: গত ৪ আগস্ট জেলা শহরের থানারপুল এলাকায় আওয়ামী লীগ ও আন্দোলনকারীদের মধ্যে সংঘর্ষে রিয়াজুল ফরাজী(৩৮),ডিপজল(১৯) ও মো:সজল (৩০)নিহত হয়।এদের সবার বাড়ি শহরের উত্তর ইসলামপুর এলাকায়।নিহত ৩ জনই শ্রমিক ছিলেন।
Chief Adviser-...
Adviser- Mohammad Kamrul Islam,
Editor & publisher- Mohammad Islam.
Head office:-Motijheel C/A, Dhaka-1212, Corporate office:-B.B Road ,Chasara,
Narayanganj-1400,✆-02-47650077,02-2244272 Cell:+88-01885-000126.
web:www.samakalinkagoj.com. News-samakalinkagoj@gmail.com, advertisements-ads.samakalinkagoj@gmail.com,
✆+8801754-605090(Editor).সম্পাদক ও প্রকাশক কর্তৃক ১৮০,ফকিরাপুল পানির টাংকির গলি,মতিঝিল বা/এ, ঢাকা অবস্থিত 'জননী প্রিন্টার্স' ছাপাখানা হতে মুদ্রিত, ◑ রেজি ডি/এ নং-৬৭৭৭, All Rights Reserved ©Daily samakalin kagoj paper authority সর্বস্বত্ব সংরক্ষিত ©দৈনিক সমকালীন কাগজ পত্রিকা কর্তৃপক্ষ।
Copyright © 2025 Daily Samakalin Kagoj. All rights reserved.