প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ৩, ২০২৫, ৮:০৪ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১১, ২০২৪, ৪:০৩ পি.এম
রূপগঞ্জ এসিল্যান্ড অফিসে জনদূর্ভোগ চরমে

জসিম মাহমুদ,রূপগঞ্জ(না'গঞ্জ) প্রতিনিধি।।
নারায়ণগঞ্জের রূপগঞ্জে সহকারী কমিশনার ভূমি স্বাভাবিকভাবেই সকল কার্যক্রম চললেও গত (১ আগষ্ট) পূর্বাঞ্চল ও দক্ষিণাঞ্চল দুইভাগে বিভক্ত হয় এসিল্যান্ড অফিস।
বিভক্ত হওয়ার পর নতুন সহকারী কমিশনার ভূমি হিসেবে যোগদান করেন মো উবায়দুর রহমান সাহেল।
যোগদানের পর থেকে আজ পর্যন্ত কোন ধরনেরই কাজ করতে পারেনি সহকারী কমিশনার ভূমি পূর্বাচল রাজস্ব সার্কেল।
সরেজমিনে খোঁজ নিয়ে জানা যায়, গত এক মাস যাবত নামজারি সহ অন্যান্য সকল কর্মকান্ড দাউদপুর, রূপগঞ্জ, ভোলাব ইউনিয়ন ও কাঞ্চন পৌরসভা এই চারটি ভূমি অফিসের মৌজা গুলির কোন জমির মালিকানা সহ নামজারি সম্পন্ন করতে পারেনি। এতে ব্যহত হচ্ছে জমি রেজিষ্ট্রেশন, রাজস্ব হারাচ্ছে সরকার।
ভূমি অফিসের কর্মকর্তারা বলছেন, রূপগঞ্জে সহকারী কমিশনার ভূমি পূর্বাচল রাজস্ব সার্কেল চাকুরীতে যোগদানের পর থেকে ভূমি মন্ত্রনালয় থেকে কোন আইডি দেয়া হয়নী তাই কাজের কোনো অগ্রগতি হয়নি। তবে আইডি পেলেই কাজের পরিধি স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে।
এ ব্যাপারে এক ভূক্তভোগী পূর্বাচল উপশহরের প্লট মালিক ইমরুল আনোয়ার বলেন,
আমি গত ১৪ই আগষ্ট আমার নিজ নামীয় নামজারী জমাভাগের আবেদন করে সহকারী কমিশনার ভূমি পূর্বাচল রাজস্ব সার্কেলে জমা দিয়ে আসি কিন্ত এখন পর্যন্ত কোন কাজই হয় নাই। অফিসে যোগাযোগ করলে কর্মকর্তারা জানায়,সহকারী কমিশনার ভূমি পূর্বাচল রাজস্ব সার্কেলের নির্বাহী ম্যাজিষ্ট্রেটের আইডি না পাওয়ায় কাজের ধীরগতি হচ্ছে। তিনি আরো জানান, ৫ই আগষ্ট ছাত্রদের বৈসম্য বিরোধী আন্দোলন সফল হবার পর থেকে দেশের সকল সেক্টরেই আমূল পরিবর্তন হলেও ভূমি সেবায় গ্রাহকদের হয়রানি লেগেই আছে।
আরেক ভূক্তভোগী নূর ইসলাম জানান, আমার নামজারী হয়েছে আগের অফিস তথা সহকারী কমিশনার ভূমি রূপগঞ্জ অফিসে । যখনই আমি ডিসিআর ও পর্চা করার জন্য মূল খতিয়ান থেকে মাইনাস করার জন্য জমা দেব ঠিক সে দিনই সকল নথি অফিস থেকে নতুন সার্কেলে স্থানান্তরিত হয়। এদিকে আমার পরিবারে বিভিন্ন সমস্যা থাকায় নামজারী পূর্নাঙ্গ না হওয়ায় জমি বিক্রিও করতে পারছি না। এই সমস্যার সমাধান কবে হবে তাও অফিসের লোকজন বলতে পারছে না।
এ ব্যাপারে সহকারী কমিশনার ভূমি (পূর্বাচল রাজস্ব সার্কেল) বলেন, পূর্বাচল রাজস্ব সার্কেলটি একেবারেই নবসৃজিত হওয়ায় বর্তমানে নথিপত্র হস্তান্তর ও অফিস ভবনের স্থাপন, সংস্কার কাজ চলমান রয়েছে৷ পূর্বাচল সার্কেলের ই-নামজারি আইডি ১৫ সেপ্টেম্বরের পরে শুরু হবে মর্মে মন্ত্রণালয় থেকে অবহিত করা হয়েছে। নামজারি আইডি পেলে স্বাভাবিক কার্যক্রম শুরু হবে।
◑ Chief Adviser-☞ Abu Jafor Ahamed babul ◑ Adviser☞ Mohammad Kamrul Islam
◑Editor & publisher-☞ Mohammad Islam ✪Head office:-Motijheel C/A, Dhaka-1212,
✪Corporate office:-B.B Road ,Chasara, Narayanganj-1400, ✆Tell-02-47650077,02-2244272 Cell:+88-01885-000126
◑web:www.samakalinkagoj.com. ✪For news:(Online & Print)samakalinkagojnews@gmail.com,
✪For advertisements:-ads.samakalinkagoj@gmail.com✪For Editor & publisher:-editorsamakalinkagoj@gmail.com.✆Cell: +8801754-605090(Editor)☞Instagram.com/samakalinkagoj ☞ twitter.com/samakalinkagoj
☞সম্পাদক ও প্রকাশক কর্তৃক ১৮০,ফকিরাপুল পানির টাংকির গলি,মতিঝিল বা/এ, ঢাকা অবস্থিত 'জননী প্রিন্টার্স' ছাপাখানা হতে মুদ্রিত, ✪ রেজি ডি/এ নং-৬৭৭৭
◑ All Rights Reserved ©Daily samakalin kagoj paper authority>(© সর্বস্বত্ব সংরক্ষিত ©দৈনিক সমকালীন কাগজ পত্রিকা কর্তৃপক্ষ)
Copyright © 2025 Daily Samakalin Kagoj. All rights reserved.