প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২১, ২০২৪, ১১:৩৭ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ৯, ২০২৪, ৬:২১ পি.এম
মুন্সীগঞ্জের আড়িয়াল বিলে ড্রেজার আসতে পারবে না: পরিবেশ উপদেষ্টা
মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধিঃ
আড়িয়াল বিলে যেনও ড্রেজার আর না আসে সে বিষয়ে মুন্সীগঞ্জ জেলা প্রশাসক মো:আবুজাফর রিপনকে কঠোর নির্দেশনা দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের পরিবেশ,বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।তিনি বলেন,মাঠ পর্যায়ে কাজ করতে আসলেই ড্রেজারগুলো উধাও হয়ে যায়।আবার ফিরে আসে।এখানে জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন বলতে কিছু শব্দ আছে।তিনি প্রশ্ন করেন প্রশাসনের তাহলে কাজটা কি?ড্রেজার দিয়ে আড়িয়াল বিলে কারা মাটি ভরাট করছে এ বিষয়টি পুলিশ প্রশাসন,উপজেলা প্রশাসন,জেলা প্রশাসন জানে না,এটা হতে পারে না।এ সময় তিনি মুন্সীগঞ্জ জেলা প্রশাসককে বলেন,ড্রেজার যেনও আড়িয়াল বিলে আর না আসে আপনি সেই ব্যবস্থা গ্রহণ করবেন এবং নিয়মিত তদারকি করবেন। এছাড়া ২০ দিন অন্তর,অন্তর রিপোর্ট জমা দেয়ারও নির্দেশনা দেন তিনি।সোমবার(৯ সেপ্টেম্বর) দুপুরে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলা পরিষদ মিলনায়তনে আড়িয়াল বিল সম্পর্কিত উপস্থাপনার পর ব্রিফিংয়ে এ নির্দেশনা দেন সৈয়দা রিজওয়ানা হাসান।এ সময় তিনি আরও বলেন,পলি পড়ে পদ্মার প্রবাহ কমে গিয়ে এই অঞ্চলের খালগুলো সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।কিন্তু যখন খাল খননের কথা বলবো তখনই আপনারা হাজার কোটি টাকার প্রকল্প দেবেন। হাজার কোটি টাকা এই মুহূর্তে আমাদের হাতে নেই। আমরা দিতে পারছি না।কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচি ও স্থানীয় স্বেচ্ছাসেবীদের সমন্বয়ে খাল খননের উদ্যোগ গ্রহণের পরামর্শ দেন তিনি।এছাড়া ব্রিফিংয়ে প্রশাসনের অনুমোদনবিহীন ও পরিবেশ ছাড়পত্রবিহীন ইটভাটাগুলো ভেঙে দেয়ার নির্দেশ দেন সৈয়দা রিজওয়ানা হাসান।অন্তর্বর্তীকালীন সরকারের শিল্প,গৃহায়ণ ও গণপূর্ত উপদেষ্টা এবং শ্রীনগরের আদিলুর রহমান খান উপস্থিত থেকে বলেছেন,বাংলাদেশের মানুষ যাতে ভূমিদস্যুদের আক্রমণ,জায়গা জমি দখল করে নেয়া,বালি ফেলে জমি দখল করে নেয়া,এই জিনিসগুলো থেকে পরিপূর্ণভাবে মুক্তি পায় এটার শুরুটা আমরা করে দিয়ে যেতে চাই।এ সময় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক আমিরুল হক ভূঁইয়া,পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব নাজমুল আহসান, মুন্সীগঞ্জের জেলা প্রশাসক মো:আবুজাফর রিপন ও পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।ব্রিফিং শেষে দুই উপদেষ্টাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা ময়ূর পঙ্খি পালের নৌকায় করে আড়িয়াল বিল পরিদর্শন করে বিভিন্ন সমস্যা চিহ্নিত করেন।এসময় তারা শরতের আড়িয়াল বিলের সৌন্দর্য উপভোগ করেন।
Editor & Publisher-MSI
Head office:-Motijheel C/A, Dhaka-1212,
Corporate office:-B.B Road ,Chasara, Narayanganj-1400, Tell-02-47650077,02-2244272 Cell:+88-01885-000124,01885-000126
web:www.samakalinkagoj.com. For news:(Online & Print)
samakalinkagojnews@gmail.com, news.samakalinkagoj@gmail.com
For advertisements:-ads.samakalinkagoj@gmail.com
For publisher & editor:-editorsamakalinkagoj@gmail.com. Cell: +8801754-605090(Editor)
☞Instagram.com/samakalinkagoj ☞ twitter.com/samakalinkagoj
সম্পাদক ও প্রকাশক কর্তৃক ১৮০,ফকিরাপুল পানির টাংকির গলি,মতিঝিল বা/এ, ঢাকা অবস্থিত 'জননী প্রিন্টার্স' ছাপাখানা হতে মুদ্রিত, ✪ রেজি ডি/এ নং-৬৭৭৭
© All Rights Reserved ©Daily samakalin kagoj paper authority>(© সর্বস্বত্ব সংরক্ষিত ©দৈনিক সমকালীন কাগজ পত্রিকা কর্তৃপক্ষ)
Copyright © 2024 Samakalin Kagoj. All rights reserved.