বিশেষ প্রতিবেদক।।
গত ৫ আগস্ট শেখ হাসিনার পদত্যাগের পর সারা বাংলাদেশে আওয়ামী লীগ নেতা কর্মীদের উপর হামলা মামলা হয়েছে, যেমন নারায়ণগঞ্জে শেখ হাসিনা ওবায়দুল কাদের সহ, নারায়ণগঞ্জের সাবেক মন্ত্রী হুইপ মেয়র এমপি বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান অনেক কাউন্সিলরও মামলার আসামি হয়েছে,গ্রেফতার আতংকে আত্মগোপনে আছেন অধিকাংশ আওয়ামী নেতাকর্মীরা।
কিন্তু দুর্লভ এক ইতিহাসের সাক্ষী হলো মাসদাইরবাসী। এনায়েতনগর ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ডের মেম্বার ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান প্রধান স্বৈরাচার সরকারের পতনের পর বীরদর্পে বিএনপির আয়োজিত বিভিন্ন সমাবেশে যোগ দিয়ে ভাষনও দিয়েছেন। অথচ এলাকাবাসীর অভিযোগ সরকার পতনের দিনও সকালে তিনি সরব ছিলেন আওয়ামী লীগের নেতাকর্মীদের নিয়ে।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক এলাকাবাসী জানান তার দুই চাচাতো ভাই জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম রাফেল, মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি হাবিবুর রহমান রিয়াদের দাপটে বিতর্কিত নির্বাচনের মাধ্যমে একাধিক বার মেম্বার নির্বাচিত হন। রিয়াদ-রাফেল এখন গ্রেফতার আতংকে পলাতক থাকলেও তাকে বিএনপির রাজনীতিতে সক্রিয় করার সুযোগ করে দিচ্ছেন তার ভাই সাইফুল প্রধান এবং জেলা যুবদলের এক শীর্ষ নেতা।
তৃনমুল বিএনপি নেতাকর্মীদের অভিযোগ গত ১৫ বছর যারা সরকারের থেকে অনৈতিক সুবিধা নিয়ে, ক্ষমতার দাপট নিয়ে দাপিয়ে বেড়িয়েছেন সারা মাসদাইর। আজ তারাই বিএনপির সভা সমাবেশের মিটিংয়ে প্রথম সারিতে। এটা যেন ত্যাগী নেতাদের সাথে নির্মম পরিহাস। তাদের দাবী এসব হাইব্রিড, সুবিধাবাদীদের সরিয়ে যোগ্য ও ত্যাগীদের যাতে মূল্যায়ন করা হয়। যারা পতিত সরকারের দোসরদের পূনর্বাসনের চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে যেন সাংগঠনিক ব্যবস্থাও নেয়া হয়। নতুবা পতিত আওয়ামী লীগ সরকারের মতই নেতাকর্মীদের খুজে পাওয়া যাবে না দলের দুর্দিনে।
সূত্রে জানা গেছে, ভোটে তার সেই ২ চাচাতো ভাই মামলা খেলেও, আতাউর রহমান প্রধান এখনো কোনো মামলার আসামী হয়নি রহস্যজনক কারনে।
নাম প্রকাশ্যে অনিচ্ছুক একজন জানিয়েছে তার নামে এখনো মামলা হইনি এই কারনে, তার এক ভাই বিএনপির বড় নেতা, জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনির ছত্রছায়ায়, তিনি এখনও এলাকায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে, এতেই বুঝা যাচ্ছে, মাসদাইরের প্রধান বাড়ি বিএনপির আওয়ামী লীগের বাড়ি, পুরো ৮ নং ওয়ার্ডে কয়েকজনের সাথে কথা বলে জানতে পেরেছি, তিনি মেম্বার হয়েছে ৩ বছর ধরে, কিন্তু এই ৩ বছর একবারও রাস্তার ড্রেন গুলা পরিষ্কার করেনি, এতে বৃষ্টি হলে এলাকাবাসীর অনেক ভোগান্তি হয়,
◑ Chief Adviser ☞ ◑ Adviser☞ Mohammad Kamrul Islam
◑Editor & publisher ☞ Mohammad Islam ✪Head office:-Motijheel C/A, Dhaka-1212,
✪Corporate office:-B.B Road ,Chasara, Narayanganj-1400, ✆Tell-02-47650077,02-2244272 Cell:+88-01885-000126
◑web:www.samakalinkagoj.com. ✪For news:(Online & Print)samakalinkagojnews@gmail.com,
✪For advertisements:-ads.samakalinkagoj@gmail.com✪For Editor & publisher:-editorsamakalinkagoj@gmail.com.✆Cell: +8801754-605090(Editor)☞Instagram.com/samakalinkagoj ☞ twitter.com/samakalinkagoj
☞সম্পাদক ও প্রকাশক কর্তৃক ১৮০,ফকিরাপুল পানির টাংকির গলি,মতিঝিল বা/এ, ঢাকা অবস্থিত 'জননী প্রিন্টার্স' ছাপাখানা হতে মুদ্রিত, ✪ রেজি ডি/এ নং-৬৭৭৭
◑ All Rights Reserved ©Daily samakalin kagoj paper authority>(© সর্বস্বত্ব সংরক্ষিত ©দৈনিক সমকালীন কাগজ পত্রিকা কর্তৃপক্ষ)
Copyright © 2025 Daily Samakalin Kagoj. All rights reserved.