প্রিন্ট এর তারিখঃ জুলাই ১৪, ২০২৫, ১২:৪৪ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১৪, ২০২৪, ১:৪৪ পি.এম
বকশীগঞ্জ চরকাউরিয়া স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে দূর্নীতিসহ অর্থ-আত্মসাৎ অভিযোগ

আবু তাহের,
বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধি।।
জামালপুরের বকশীগঞ্জ উপজেলা চরকাউরিয়া খামারপাড়া উচ্চ বিদ্যালয়টি দীর্ঘ দিন ধরে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে পরিচালনার অভিযোগ উঠেছে।
এলাকাবাসীর অভিযোগ-চরকাউরিয়া খামারপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসানুল ইসলাম দুর্নীতি করে প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক মরহুম মাহফুজুর রহমান ২০১২ সালে মৃত্যুবরণ করলে সে উক্ত মাহফুজুর রহমানকে শূন্য পদ দেখিয়ে তার নাম নিশানা গোপন করে ২০১৪ সালে সে প্রধান শিক্ষক হিসাবে যোগদান করেন। প্রায় ২০-২২ বছর পর উক্ত প্রতিষ্ঠানটি এম.পি.ও ভুক্ত হয়। প্রতিষ্ঠাতা শিক্ষক ছাড়াও আরো তিনটি শাখা খুলে নিয়ম বহির্ভূত ভাবে তিন জন শিক্ষক ও চারজন চতুর্থ শ্রেণীর কর্মচারী নিয়োগ দেন। এই চতুর্থ শ্রেণীর চরজনের ভিতরে একজন হালো তার ভাই, চাচাতো বোন ও তার স্ত্রীকে এম.এল.এস.এস পদে নিয়োগ দেন।
এলাকাবাসী আরো বলেন- ১টি চতুর্থ শ্রেণীতে আয়া পদে নিয়োগের জন্য আমরা স্থানীয় তিন গ্রামের লোকজন ও উক্ত আয়া পদে নিয়োগের জন্য আবেদন করেছিলাম । তিনি আমাদেরকে প্রত্যাক্ষান করেন এবং তার স্ত্রীকে উক্ত পদে নিয়োগ দেন। উল্লেখিত তিনজন শাখা শিক্ষক ও চারজন চতুর্থ শ্রেণীর কর্মচারী ও একজন অফিস সহায়ক পদে নিয়োগ দিবে প্রায়- ৮৪০০০০০/- চুরাশি লক্ষ টাকা নিয়োগ বানিজ্য করেন। উক্ত প্রতিষ্ঠানে প্রতিষ্ঠাতা শিক্ষকদের মোটা টাকার বিনিময়ে এমপিও ভুক্ত করেছেন। প্রতিষ্ঠাতা শিক্ষদের কোন প্রকার তোয়াক্কা না করে একক ভাবে সিদ্ধান্ত নিয়ে তার কার্যক্রম চালিয়ে যাচ্ছে। চতুর্থ শ্রেণীর কর্মচারী দিয়ে শ্রেনী কার্যক্রম পরিচালনা করেন এবং নতুন কারিকুলামে প্রশিক্ষন করিয়েছেন যা সম্পূর্ন নীতি বহির্ভূত।
এ ব্যাপারে উক্ত প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক বলেন -
অভিযোগগুলো সম্পন্ন মিথ্যা ও বানোয়াট একটি কুচক্রমহল আমার এবং আমাদের প্রতিষ্ঠানের ভাব মূর্তি নষ্ট করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে।
Chief Adviser-...
Adviser- Mohammad Kamrul Islam,
Editor & publisher- Mohammad Islam.
Head office:-Motijheel C/A, Dhaka-1212, Corporate office:-B.B Road ,Chasara,
Narayanganj-1400,✆-02-47650077,02-2244272 Cell:+88-01885-000126.
web:www.samakalinkagoj.com. News-samakalinkagoj@gmail.com, advertisements-ads.samakalinkagoj@gmail.com,
✆+8801754-605090(Editor).সম্পাদক ও প্রকাশক কর্তৃক ১৮০,ফকিরাপুল পানির টাংকির গলি,মতিঝিল বা/এ, ঢাকা অবস্থিত 'জননী প্রিন্টার্স' ছাপাখানা হতে মুদ্রিত, ◑ রেজি ডি/এ নং-৬৭৭৭, All Rights Reserved ©Daily samakalin kagoj paper authority সর্বস্বত্ব সংরক্ষিত ©দৈনিক সমকালীন কাগজ পত্রিকা কর্তৃপক্ষ।
Copyright © 2025 Daily Samakalin Kagoj. All rights reserved.