স্টাফ করেসপন্ডেন্ট।।
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বৈষম্যবিরোধী আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে মিনারুল ইসলাম (২৯) নামের এক যুবক নিহতের ঘটনায় নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সাংসদ শামীম ওসমান ও নাসিক মেয়র নগরমাতা ডা. সেলিনা হায়াৎ আইভীসহ ৪৩০ জনকে আসামি করে সিদ্ধিরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।এছাড়াও একই মামলায় আসামি করা হয়েছে বিএনপি থেকে বহিষ্কৃত নেতা আতাউর রহমান মুকুলকেও।
মঙ্গলবার(৩ সেপ্টেম্বর) নিহতের ভাই মো. নাজমুল হক (৩৬) বাদী হয়ে এই হত্যা মামলাটি দায়ের করেন।
মামলার বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক।
এছাড়া মামলায় সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের (৭২), নারায়ণগঞ্জ-২ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম বাবু, নারায়ণগঞ্জ-১ আসনের সাবেক এমপি গোলাম দস্তগীর গাজী, নারায়ণগঞ্জ-৩ আসনের সাবেক এমপি কায়সার হাসানাত, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মো. মজিবর রহমান, অয়ন ওসমান, আতাউর রহমান মুকুলসহ ১৩০ জন আসামির নাম উল্লেখ সহ অজ্ঞাত আরও ৩০০ জনকে আসামি করা হয়েছে এ মামলায়।
মামলার এজাহার সূত্রে উল্লেখ্য যে, আওয়ামী লীগ-যুবলীগ-ছাত্রলীগের নেতাকর্মী ও সন্ত্রাসীরা ছাত্র আন্দোলনকে প্রতিহত করার উদ্দেশ্যে বন্দুক, শটগান, পিস্তল, তলোয়ার, রামদা, চাপাতিসহ অত্যাধুনিক দেশি ও বিদেশি অস্ত্র-সস্ত্রে সজ্জিত হয়ে সিদ্ধিরগঞ্জের আদমজী রোডস্থ আল আমিননগর পাওয়ার হাউজের সম্মুখে ছাত্র-জনতার উপর অতর্কিত হামলা চালায়। এসময় তাদের সাথে থাকা অত্যাধিনিক আগ্নেয়াস্ত্রে সুসজ্জিত বাহিনী চারদিকে এলোপাতাড়ি গুলি ছুড়তে থাকলে তার ভাই মিনারুল ইসলাম মুজিব ফ্যাশনের সামনে আসলে এমপি শামীম ওসমানের হাতে থাকা আগ্নেয়াস্ত্র দিয়ে তার ভাইকে লক্ষ্য করে গুলি ছুড়লে সে গুলি তার ভাইয়ের বাম দিকের কিডনির নিচে গুলিবিদ্ধ হয়ে লুটিয়ে পরে।
এর পরবর্তীতে তার ভাইকে তার সাথে থাকা মো. সাইদুল ইসলাম, কাওসার ও ডালিম মোল্লা সহ কয়েকজন অটোতে করে ৩'শ শয্যা বিশিষ্ট খানপুর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
◑ Chief Adviser ☞ ◑ Adviser☞ Mohammad Kamrul Islam
◑Editor & publisher ☞ Mohammad Islam ✪Head office:-Motijheel C/A, Dhaka-1212,
✪Corporate office:-B.B Road ,Chasara, Narayanganj-1400, ✆Tell-02-47650077,02-2244272 Cell:+88-01885-000126
◑web:www.samakalinkagoj.com. ✪For news:(Online & Print)samakalinkagojnews@gmail.com,
✪For advertisements:-ads.samakalinkagoj@gmail.com✪For Editor & publisher:-editorsamakalinkagoj@gmail.com.✆Cell: +8801754-605090(Editor)☞Instagram.com/samakalinkagoj ☞ twitter.com/samakalinkagoj
☞সম্পাদক ও প্রকাশক কর্তৃক ১৮০,ফকিরাপুল পানির টাংকির গলি,মতিঝিল বা/এ, ঢাকা অবস্থিত 'জননী প্রিন্টার্স' ছাপাখানা হতে মুদ্রিত, ✪ রেজি ডি/এ নং-৬৭৭৭
◑ All Rights Reserved ©Daily samakalin kagoj paper authority>(© সর্বস্বত্ব সংরক্ষিত ©দৈনিক সমকালীন কাগজ পত্রিকা কর্তৃপক্ষ)
Copyright © 2025 Daily Samakalin Kagoj. All rights reserved.