ফতুল্লা(না'গঞ্জ)প্রতিনিধি।।
নারায়ণগঞ্জের ফতুল্লার কাঠেরপুল এলাকায় ৫ নং ওয়ার্ড মাদক সন্ত্রাস ও চাঁদাবাজীর বিরুদ্ধে বিক্ষোভ মিছিলে হামলা সহ গুলিবর্ষনের ঘটনা ঘটেছে।
বুধবার(১১ সেপ্টেম্বর) দুপুরে এ হামলার ঘটনা ঘটে। মরহুম আলাউদ্দিন হাজীর পুত্র আক্তার, সুমন ও তার মেয়ে জামাতা পঞ্চবটীর আলোচিত যুবলীগ ক্যাডার মাসুদ ওরুফে ওলা মাসুদের নেতৃত্বে এ হামলা ও গুলিবর্ষণের ঘটনা ঘটে।এসময় ফতুল্লা রেল লাইন বটতলা থেকে কাঠেরপুল এলাকা পর্যন্ত রনক্ষেত্রে পরিণত হয়। প্রায় দুই ঘন্টাব্যাপী ধাওয়া পাল্টা ধাওয়া সংঘর্ষে চলে।
এতে ফতুল্লা থানা স্বেচ্ছা সেবক দলের আহবায়ক জাকির হোসেন রবিনসহ অন্তত ১৫/২০ জন আহত হয়েছে।
এসময় পুরো এলাকার সহ আশপাশ দোকান পাট,বসত বাড়ী,ব্যবসায়ী ও শিল্প প্রতিষ্ঠানের শ্রমিকদের মাঝে আতংক ছড়িয়ে পরে।
প্রত্যক্ষদর্শীদের তথ্য সূত্রে জানা যায়, ফতুল্লা ইউনিয়ন ৫ নং ওয়ার্ড এলাকাবাসীর উদ্যোগে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজীর নির্মূলের বিক্ষোভ মিছিলের অংশ হিসেবে দুপুর ২ টা দিকে রেল লাইন বটতলা এলাকায় ছোট ছোট মিছিল নিয়ে জড় হতে থাকে। এরপর বেলা তিনটার দিকে মিছিলটি রেল লাইন বটতলা হয়ে কোতালের বাগ কবরস্থান এলাকা অতিক্রম করলে পূর্বে থেকে ওতপেতে থাকা মরহুম আলাউদ্দিন হাজীর দুই পুত্র আক্তার-সুমন ও মেয়ের জামাতা ওলা মাসুদের নেতৃত্বে একদল সন্ত্রাসী বাহিনী অতর্কিত গুলিবর্ষণ সহ হামলা চালায়। এতে বিক্ষোভ মিছিলটি ছত্র ভঙ্গ হয়ে, পরবর্তীতে তারা ফের একত্রিত হয়ে গুলিবর্ষনকারী সন্ত্রাসী বাহিনীকে পাল্টা ধাওয়া দিলে তারা পালিয়ে যায়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।এলাকায় এখনো চাপা আতঙ্ক ও উত্তেজনা বিরাজমান করছে।
◑ Chief Adviser ☞ ◑ Adviser☞ Mohammad Kamrul Islam
◑Editor & publisher ☞ Mohammad Islam ✪Head office:-Motijheel C/A, Dhaka-1212,
✪Corporate office:-B.B Road ,Chasara, Narayanganj-1400, ✆Tell-02-47650077,02-2244272 Cell:+88-01885-000126
◑web:www.samakalinkagoj.com. ✪For news:(Online & Print)samakalinkagojnews@gmail.com,
✪For advertisements:-ads.samakalinkagoj@gmail.com✪For Editor & publisher:-editorsamakalinkagoj@gmail.com.✆Cell: +8801754-605090(Editor)☞Instagram.com/samakalinkagoj ☞ twitter.com/samakalinkagoj
☞সম্পাদক ও প্রকাশক কর্তৃক ১৮০,ফকিরাপুল পানির টাংকির গলি,মতিঝিল বা/এ, ঢাকা অবস্থিত 'জননী প্রিন্টার্স' ছাপাখানা হতে মুদ্রিত, ✪ রেজি ডি/এ নং-৬৭৭৭
◑ All Rights Reserved ©Daily samakalin kagoj paper authority>(© সর্বস্বত্ব সংরক্ষিত ©দৈনিক সমকালীন কাগজ পত্রিকা কর্তৃপক্ষ)
Copyright © 2025 Daily Samakalin Kagoj. All rights reserved.