প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ২১, ২০২৫, ৩:৫৩ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২১, ২০২৪, ৬:৩৭ পি.এম
পাকশীর এএসপি’র সাথে রাজনৈতিক-সামাজিক নেতৃবৃন্দের মত বিনিময়

মামুনুর রহমান, পাবনা:
ঈশ্বরদীর পাকশী হাসেম আলী মিলনায়তনে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দের সাথে ঈশ্বরদী থানা পুলিশের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাতে ঈশ্বরদী থানা পুলিশের পক্ষ থেকে এই সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য দেন,ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও জাতীয় সাংবাদিক সোসাইটির কেন্দ্রিয় নির্বাহী পরিষদের সাংগঠনিক সচীব তৌহিদ আক্তার পান্না। ঈশ্বরদী থানার চৌকস অফিসার ইনচার্জ শহিদুল ইসলামের সভাপতিত্বে ও ঈশ্বরদী ইপিজেড ফাড়িঁর ইনচার্জ পুলিশ পরিদর্শক রুহুল আমিনের সঞ্চালনায় বক্তব্য দেন, বিএনপিনেতা কবীর হোসেন,ইব্রাহীম হোসেন,জাহাঙ্গীর আলম,মনিরুজ্জামান টুটুল সরদার,মোস্তাফিজুর রহমান মহরম,জেলা যুবলীগনেতা এনামুল হক, সুলতান আলী বিশ্বাস টনি,ফাতেমা আক্তার পলি মেম্বর,ইমরান হোসেন,জামায়াতে ইসলামী নেতা মাসুদ রানা মাসুম,হাফেজ মাওলানা মো: আব্দুস সবুর,সোহেল রানা,সজল মুশফিকুর রহমান সজল,ফারুক মেম্ব র,হিরোক মেম্বর,আশরাফুল ইসলাম,সোহেল রানা,সাব্বির হোসেন ও ফাহিম মৃধা বক্তব্য দেন।
প্রধান অতিথির বক্তব্যে বিপ্লব কুমার গোস্বামী বলেন,কোন পুলিশ সদস্য মাদকের সাথে জড়িত প্রমান হলে সে সদস্যকে ঈশ্বরদী থে কে বিদায় করে দেওয়া হবে। আন্দোলনের মাধ্যমে দেশে পরিবর্তন হয়েছে উল্লেক করে তিনি বলেন, বর্তমানে রাষ্ট্রের পরিবর্তনের সাথে পুলিশও জনগনের পুলিশে পরিবর্তন হচ্ছে। হঠাৎ পাড়া মাদক ও সন্ত্রাসের আখড়া এবং ইপিজেড এলাকা মুক্তিপণ আদায়ের সিন্ডিকেড রয়েছে উল্লেখ করে তিনি আরও বলেন,স্বাধীনতা অর্জনের চে য়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন। দেশ নিয়ে অনেক ষড়যন্ত্র চলছে,সতর্ক থাকতে হবে উল্লেখ করে প্রধান অতিথি বলেন,সাম্প্রদায়িকতার নামে উস্কে দিয়ে দেশের পরিবেশ নষ্ট করতে পারে তাই প্রত্যেককে নির্বিগ্নে পূঁজা উৎসব পালনের পরিবেশ সৃষ্টিতে সক্রিয় ভূমিকা রাখতে হবে। সভায় বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দের দাবি ও বক্তব্যের প্রেক্ষিতে এবং অভিজ্ঞতার আলোকে প্রধান অতিথি এসব বক্তব্য দেন। ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী।
Chief Adviser-...
Adviser- Mohammad Kamrul Islam,
Editor & publisher- Mohammad Islam.
Head office:-Motijheel C/A, Dhaka-1212, Corporate office:-B.B Road ,Chasara,
Narayanganj-1400,✆-02-47650077,02-2244272 Cell:+88-01885-000126.
web:www.samakalinkagoj.com. News-samakalinkagoj@gmail.com, advertisements-ads.samakalinkagoj@gmail.com,
✆+8801754-605090(Editor).সম্পাদক ও প্রকাশক কর্তৃক ১৮০,ফকিরাপুল পানির টাংকির গলি,মতিঝিল বা/এ, ঢাকা অবস্থিত 'জননী প্রিন্টার্স' ছাপাখানা হতে মুদ্রিত, ◑ রেজি ডি/এ নং-৬৭৭৭, All Rights Reserved ©Daily samakalin kagoj paper authority সর্বস্বত্ব সংরক্ষিত ©দৈনিক সমকালীন কাগজ পত্রিকা কর্তৃপক্ষ।
Copyright © 2025 Samakalin Kagoj. All rights reserved.