আলোচিত ও চাঞ্চল্যকর ত্বকী হত্যা মামলা..!
অনলাইন ডেস্ক।।
নারায়ণগঞ্জে চাঞ্চল্যকর আলোচিত তানভীর মুহাম্মদ ত্বকী হত্যা আসামিকে নিয়ে আজমেরী ওসমানের টর্চার সেল পরিদর্শনে র্যাব-১১।
মূলত যেখান থেকে অপহরণসহ হত্যার পরে লাশ যে স্থানে পাওয়া গেছে, সেসকল স্থান পরিদর্শন করেছে র্যাবের সিইও। এ সময় ততকালীন প্রভাবশালী প্রয়াত এমপি পুত্র আজমেরী ওসমানের সহযোগী গ্রেপ্তারকৃত সাফায়েত হোসেন শিপন র্যাব-১১ এর সাথে ছিলেন।
বুধবার (১৮ সেপ্টেম্বর) সকালে প্রথমে ত্বকীকে অপহরণ করে যেখানে হত্যা করা হয়েছে বলে দাবি করা হচ্ছে, সেই স্থানে কলেজ রোডে অবস্থিত আজমেরি ওসমানের বাসার পাশের সেই ভবনে ও উইনার ফ্যাশন পরিদর্শন করেন তারা।
নৃশংস হত্যাযজ্ঞের আলামতের বিভিন্ন স্থান পরিদর্শন শেষে র্যাব-১১ এর কমান্ডিং অফিসার তানভীর মাহমুদ পাশা বলেন, আপনারা জানেন ২০১৩ সালের ত্বকী হত্যাকাণ্ডের শিকার হয় এবং দীর্ঘদিন যাবৎ এই মামলার তদন্তভার র্যাবের কাছে রয়েছে।
তদন্তের শুরুতে বেশ কিছু অগ্রগতি ছিলো কিন্তু মাঝখানে কিছুদিন এর ধারাবাহিকতা স্থবির হয়ে পরে, আমরা পুনরায় তদন্তের নতুন করে গতি ফিরে পেয়েছি।
কারণ হচ্ছে, র্যাব হেডকোয়াটার্সের তদন্ত শাখা এবং গোয়েন্দা শাখাও আমাদের ব্যাটালিয়নকে সর্বাত্নক সহায়তা করছে। এবং আমরাও নানান ধরনের গাইডলাইন পাচ্ছি।
তানভীর মাহমুদ পাশা বলেন, সম্প্রতি সময়ে আমরা ৫ জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। এর মধ্যে একজন ১৬৪ ধারায় জবানবন্দী দিয়েছে। তার জবানবন্দী এবং অন্যদের জিজ্ঞাসাবাদে বেশ কিছু গুরুত্বপূর্ণ ও চাঞ্চল্যকর তথ্য বেরিয়েছে। ত্বকীকে যেখানে অপহরণ করা হয়েছে এবং যেখানে হত্যা করা হয় এবং পরবর্তীতে যেখানে তার লাশ পাওয়া যায়, প্রত্যেকটি জায়গায়ই আমরা পরিদর্শন করছি তদন্তের স্বার্থে। মামলার তদন্ত কর্মকর্তা সহ আমরা সকলেই এখানে এসেছি। আশা করছি একটি সুষ্ঠু রিপোর্ট আমরা দ্রুততম সময়ে জমা দিতে পারবো।
এরও আগে, গত ১০ দিনে এ হত্যা মামলায় জড়িত থাকার অভিযোগে ইয়ার মাহমুদ পারভেজ, সাফায়েত হোসেন শিপন, মামুন মিয়া, কাজল হাওলাদার ও জামশেদ শেখ নামে পাঁচজনকে গ্রেপ্তার করেছে র্যাবের চৌকস অভিযানিক দল। গ্রেপ্তারকৃত আসামি সকলেই নারায়ণগঞ্জের প্রয়াত সংসদ সদস্য নাসিম ওসমানের ছেলে ও সাবেক এমপি শামীম ওসমানের ঘনিষ্ঠ সহযোগী বলে র্যাব-১১ জানিয়েছে। তাদের মধ্যে জামশেদ শেখ আজমেরী ওসমানের ব্যক্তিগত গাড়িচালক।
প্রসঙ্গত উল্লেখ্য যে, ২০১৩ সালের ৬ মার্চ বিকালে নারায়ণগঞ্জ শহরের প্রানকেন্দ্র শায়েস্তা খান রোডের বাসা থেকে বেরিয়ে নিখোঁজ হয় মেধাবী শিক্ষার্থী তানভীর মুহাম্মদ ত্বকী। ঘটনার দুদিন পরে ৮ মার্চ শীতলক্ষ্যা নদীর কুমুদিনী খাল থেকে ত্বকীর মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহত ত্বকীর বাবা সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বি বাদী হয়ে সদর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
শুরুতে থানা পুলিশ মামলাটির তদন্ত করলেও পরবর্তীতে উচ্চ আদালতের নির্দেশে মামলার তদন্তভার হস্তান্তর করা হয় র্যাব-১১ হাতে। পরে র্যাবের তদন্তে ত্বকী হত্যায় নারায়ণগঞ্জের প্রয়াত সাংসদ নাসিম ওসমানের ছেলে ও সাবেক প্রভাবশালী পলাতক সাংসদ শামীম ওসমানের ভাতিজা আজমেরী ওসমান এবং তার সহযোগীদের সম্পৃক্ততার তথ্য পাওয়া যায়।
মেধাবী ছাত্র ত্বকী হত্যায় অভিযুক্ত আজমেরী ওসমান নারায়ণগঞ্জের জাতীয় পার্টির সাবেক সাংসদ (এমপি) প্রয়াত নাসিম ওসমানের ছেলে এবং আওয়ামী লীগ দলীয় সাবেক সাংসদ (চাচা) শামীম ওসমান ও জাতীয় পার্টি সাবেক সাংসদ (চাচা) সেলিম ওসমানের ভাতিজা। ত্বকী হত্যার আসামিরা আজমেরী ওসমানের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে তথ্য সূত্রে প্রমান মিলেছে।
◑ Chief Adviser-☞ Abu Jafor Ahamed babul ◑ Adviser☞ Mohammad Kamrul Islam
◑Editor & publisher-☞ Mohammad Islam ✪Head office:-Motijheel C/A, Dhaka-1212,
✪Corporate office:-B.B Road ,Chasara, Narayanganj-1400, ✆Tell-02-47650077,02-2244272 Cell:+88-01885-000126
◑web:www.samakalinkagoj.com. ✪For news:(Online & Print)samakalinkagojnews@gmail.com,
✪For advertisements:-ads.samakalinkagoj@gmail.com✪For Editor & publisher:-editorsamakalinkagoj@gmail.com.✆Cell: +8801754-605090(Editor)☞Instagram.com/samakalinkagoj ☞ twitter.com/samakalinkagoj
☞সম্পাদক ও প্রকাশক কর্তৃক ১৮০,ফকিরাপুল পানির টাংকির গলি,মতিঝিল বা/এ, ঢাকা অবস্থিত 'জননী প্রিন্টার্স' ছাপাখানা হতে মুদ্রিত, ✪ রেজি ডি/এ নং-৬৭৭৭
◑ All Rights Reserved ©Daily samakalin kagoj paper authority>(© সর্বস্বত্ব সংরক্ষিত ©দৈনিক সমকালীন কাগজ পত্রিকা কর্তৃপক্ষ)
Copyright © 2025 Daily Samakalin Kagoj. All rights reserved.