প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২, ২০২৫, ৩:৪৪ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২৬, ২০২৪, ৭:৩৫ পি.এম
দেবহাটা উপজেলা পরিষদের সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

সাতক্ষীরা জেলা প্রতিনিধি।।
দেবহাটা উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামানের সভাপতিত্বে সরকারি কেজিএ কলেজের অধ্যক্ষ অলোক কুমার ব্যানার্জি, সখিপুর ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, নওয়াপাড়া ইউপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোনায়েম হোসেন, দেবহাটা সদর ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন বকুল, উপজেলা কৃষি অফিসার শওকাত ওসমান, মেরিন এন্ড ফিসারিজ অফিসার সাজ্জাদ হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিউল বশার, শিক্ষা অফিসার শেখ ইদ্রিস আলী, সমাজসেবা অফিসার অধীর কুমার গাইন, মহিলা বিষয়ক অফিসার নাসরিন জাহান, যুবউন্নয়ন অফিসার আহম্মেদ তাহমির, একাডেমিক সুপারভাইজার মিজানুর রহমান, সমবায় অফিসার মনোজিত মন্ডল, বিআরডিবি কর্মকর্তা সন্দীপ কুমার মন্ডল, আনসার ভিডিপি কর্মকর্তা আসলতা খাতুন, পরিসংখ্যান অফিসার কাজী সিদরাতুল মুনতাহা, সহকারী প্রোগ্রামার ইমরান হোসেন, তথ্য কর্মকর্তা মৌসুমি সুলতানা সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সংশ্লিষ্ট সদস্যরা উপস্থিত ছিলেন।
এসময় কর্মকর্তারা তাদের দপ্তরের চলমান কর্মকান্ড সম্পর্কে বিভিন্ন তথ্য উপস্থাপন করেন। এছাড়া দাপ্তরিক কাজ করতে গিয়ে বিভিন্ন চ্যালেঞ্জ তুলে ধরেন কর্মকর্তারা। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, বিগত ৫ আগস্ট ছাত্রজনতার বিপ্লবের দেশের বিভিন্ন কাজের পদ্ধতির পরিবর্তন হচ্ছে। বর্তমান প্রধান উপদেষ্টার নির্দেশ মোতাবেক আমরা দেশকে নতুন ভাবে সাজাতে কাজ করছি। যার যার আবস্থান থেকে টেকসই লক্ষমাত্রা নিয়ে কাজ করতে হবে। গনবিপ্লবের এই সফলতা যাতে সব মানুষ ভোগ করতে পারে সেজন্য আমাদের আরো আন্তরিক হয়ে কাজ করতে হবে। তিনি উল্লেখ করে আরো বলেন, দেশের রপ্তানিজাত বিভিন্ন শিল্পের অন্যতম চিংড়ি খ্যাত। যা দক্ষিণাঞ্চল থেকে রপ্তানি হয়ে থাকে। কিন্তু কিছু ব্যক্তির কারণে এই সুনামে নষ্ট হতে বসেছে। তাই অতিদ্রুত চিংড়ি সহ খাবারে ভেজাল বা অপ দ্রব্য মেশানো ব্যক্তিদের বিরুদ্ধে অভিযান শুরু হবে। দেশের প্রচলিত আইন মোতাবেক এসব অপরাধীদের দৃষ্টান্তমূলক শান্তির আওতায় আনা হবে।
◑ Chief Adviser-☞ Abu Jafor Ahamed babul ◑ Adviser☞ Mohammad Kamrul Islam
◑Editor & publisher-☞ Mohammad Islam ✪Head office:-Motijheel C/A, Dhaka-1212,
✪Corporate office:-B.B Road ,Chasara, Narayanganj-1400, ✆Tell-02-47650077,02-2244272 Cell:+88-01885-000126
◑web:www.samakalinkagoj.com. ✪For news:(Online & Print)samakalinkagojnews@gmail.com,
✪For advertisements:-ads.samakalinkagoj@gmail.com✪For Editor & publisher:-editorsamakalinkagoj@gmail.com.✆Cell: +8801754-605090(Editor)☞Instagram.com/samakalinkagoj ☞ twitter.com/samakalinkagoj
☞সম্পাদক ও প্রকাশক কর্তৃক ১৮০,ফকিরাপুল পানির টাংকির গলি,মতিঝিল বা/এ, ঢাকা অবস্থিত 'জননী প্রিন্টার্স' ছাপাখানা হতে মুদ্রিত, ✪ রেজি ডি/এ নং-৬৭৭৭
◑ All Rights Reserved ©Daily samakalin kagoj paper authority>(© সর্বস্বত্ব সংরক্ষিত ©দৈনিক সমকালীন কাগজ পত্রিকা কর্তৃপক্ষ)
Copyright © 2025 Daily Samakalin Kagoj. All rights reserved.