প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ৫, ২০২৫, ২:৫০ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১, ২০২৪, ৫:৪৩ পি.এম
আপন লোকেরাই মাস্টারমাইন্ড ও গডমাদার বানিয়েছে কুষ্টিয়ায় ডাঃ শফিকুর

হৃদয় রায়হান,কুষ্টিয়া প্রতিনিধি।।
আপনার লোকেরাই আপনাকে মাস্টারমাইন্ড ও গডমাদার বানিয়েছে বলে মন্তব্য করেছেন জামায়াত ইসলামীর আমীর ডাঃ শফিকুর রহমান৷
রোববার সকালে (৯ টায়) কুমারখালী উপজেলার আলাউদ্দিন আহমেদ শিক্ষা পল্লী পার্ক অডিটোরিয়ামে কুষ্টিয়া জেলা জামায়াতের আয়োজনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ পরিবারের সদস্যদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জামায়াতের আমীর ডাঃ শফিকুর রহমান।
সেসময় তিনি বলেন, এখন যারা ধরা পড়ছে তারা বলছে এটা আমি করি নাই অমুকের হুকুমে করেছি।
আর যখন ক্ষমতায় ছিলেন তখন সব সময় বলা হতো গাছটা এদিকে দুলেছে, গাছের পাতা নড়ছে মাননীয় প্রধানমন্ত্রী (শেখ হাসিনা) দেখছেন। সব কিছুতেই উনার অনুমতি লাগবে, উনার নির্দেশনা লাগবে৷
তাহলে আপনার লোকেরাইতো আপনাকে মাস্টারমাইন্ড এবং গডমাদার বানিয়েছে আমরা বানাই নাই।
সেসময় তিনি আরো বলেন কেমন শাষন করলেন, বললেন বাংলাদেশ উন্নয়নের রোল মডেল। কিন্তু সুন্দর বেহেশতী বাগান পয়দা করলেন তাহলে সাড়ে ১৫ বছরের মাথায় এই ভাবে আপনাদের দেশ ছেড়ে যেতে হতোনা।
কুষ্টিয়া জেলা আমীর অধ্যাপক আবুল হাশেমের সভাপতিত্বে জেলা সেক্রেটারি সুজা উদ্দিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন যশোর কুষ্টিয়া অঞ্চলের নির্বাহী সদস্য ও পরিচালনা মোবারক হোসাইন।
সেসময় আরো উপস্থিত ছিলেন, কুষ্টিয়া যশোর অঞ্চলের টিম সদস্য ড. আলমগীর বিশ্বাস, খন্দকার এ কে এম আলী মহসিন, আব্দুল মতিন, মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, মাগুরা জেলা আমীরগন, কেন্দ্রীয় সুরা সদস্য অধ্যাপক ফরহাদ হুসাইন, মুফতি আমীর হামজা'সহ কুষ্টিয়া জেলা ও সকল উপজেলা জামায়াতের বিভিন্ন ইউনিট, ওয়ার্ডসহ বিভিন্ন স্তরের নেতৃত্ব স্থানীয় ব্যক্তিবর্গ। এছাড়াও কুষ্টিয়া জেলা ও শহর এবং ইসলামী বিশ্ববিদ্যালয় শিবিরের ব্যাপক উপস্থিতি দেখা যায়।
অনুষ্ঠানে শহীদ পরিবারের সাথে মতবিনিময় শেষে, উপস্থিত ১৪টি শহীদ পরিবারের হাতে ২ লক্ষ করে মোট ২৮ লক্ষ টাকা তুলে দেন জামায়াতের আমীর ডাঃ শফিকুর রহমান।
◑ Chief Adviser-☞ Abu Jafor Ahamed babul ◑ Adviser☞ Mohammad Kamrul Islam
◑Editor & publisher-☞ Mohammad Islam ✪Head office:-Motijheel C/A, Dhaka-1212,
✪Corporate office:-B.B Road ,Chasara, Narayanganj-1400, ✆Tell-02-47650077,02-2244272 Cell:+88-01885-000126
◑web:www.samakalinkagoj.com. ✪For news:(Online & Print)samakalinkagojnews@gmail.com,
✪For advertisements:-ads.samakalinkagoj@gmail.com✪For Editor & publisher:-editorsamakalinkagoj@gmail.com.✆Cell: +8801754-605090(Editor)☞Instagram.com/samakalinkagoj ☞ twitter.com/samakalinkagoj
☞সম্পাদক ও প্রকাশক কর্তৃক ১৮০,ফকিরাপুল পানির টাংকির গলি,মতিঝিল বা/এ, ঢাকা অবস্থিত 'জননী প্রিন্টার্স' ছাপাখানা হতে মুদ্রিত, ✪ রেজি ডি/এ নং-৬৭৭৭
◑ All Rights Reserved ©Daily samakalin kagoj paper authority>(© সর্বস্বত্ব সংরক্ষিত ©দৈনিক সমকালীন কাগজ পত্রিকা কর্তৃপক্ষ)
Copyright © 2025 Daily Samakalin Kagoj. All rights reserved.