সর্বশেষঃ
প্রচ্ছদ /
অর্থ ও বাণিজ্য, আইন আদালত, ক্যাম্পাস নিউজ, দেশজুড়ে, নারায়ণগঞ্জ, নারী ও শিশু, শিক্ষা ও সাহিত্য, শিক্ষাঙ্গন, সিদ্ধিরগঞ্জ
ছাত্ররা এখন অনেক বেশি ম্যাচিউর: ড. শাহাদাত খান
প্রতিনিধির নাম
- আপডেট সময়- ০৪:২৯:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ৯ অগাস্ট ২০২৪ ৪৪ বার পড়া হয়েছে
মোঃ লিটন চৌধুরী, সিদ্ধিরগঞ্জ, (না’গঞ্জ) প্রতিনিধি।।
গিয়াসউদ্দিন ইসলামিক মডেল ২০২৪-২০২৫ শিাবর্ষের একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৮ আগস্ট) সকালে কলেজ অডিটোরিয়ামে এই প্রোগ্রাম অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথির বক্তব্যে বুয়েটের সিএসই বিভাগের প্রাক্তন শিক্ষক ড. শাহাদাত খান বলেন, বর্তমান ছাত্ররা অনেক বেশি ম্যাচিউর। তারা এই দেশকে ভালোবাসে।তাদের মধ্যে স্বার্থ চিন্তাটা নাই। তারা এই দেশটাকে গোড়া থেকে ভালো করতে
চায়। তোমাদের কাছে সাংঘাতিক শক্তি আছে। যেটা তোমাদের কাজে লাগাতে হবে।
প্রধান আলোচকের বক্তব্যে বুয়েটের সিএসই বিভাগের প্রাক্তন বিভাগীয় প্রধান প্রফেসর ড. মোহাম্মদ কায়কোবাদ বলেন, তোমরা যদি গায়ে গতরে শক্তিশালী হও
তাহলে কি বাংলাদেশ সমৃদ্ধশালী হবে? বাংলাদেশ তখনই সমৃদ্ধ হবে যখন তোমার ব্রেইন পাওয়ার অনেক সমৃদ্ধ হয়। সেই ব্রেইন পাওয়ারের জন্য তোমাদের জ্ঞানঅর্জন করতে হবে। দতা অর্জন করতে হবে।
গিয়াসউদ্দিন ইসলামিক মডেল কলেজের অধ্য মুহাম্মদ গিয়াসউদ্দিন বলেন, তোমরা ব্র্যান্ডের জিনিসপত্র বেশি টাকা দিয়ে কিনো আমরা চেষ্টা করবো তোমাদের ভালো একটা ব্র্যান্ড তৈরি করে দিবে। যখন এলাকার কেউ জানবে এই মেয়েটা গিয়াসউদ্দিন কলেজে পড়াশোনা করে আসছেন তখন যেনো তোমাকে মর্যাদা বেশি দেয়।
গিয়াসউদ্দিন ইসলামিক মডেল কলেজের উপাধ্য মীর মোসাদ্দেক হোসেন বলেন, একটা
শ্রেণিকে ৬০ জন শিার্থী থাকলে সবার পে প্রথম হওয়া সম্ভব না। একজন মাত্র প্রথম হবে। তবে আমরা সবাই একসঙ্গে মিলেমিশে কাজ করলে শিার্থীদের ভালো
মানুষ হিসেবে গড়ে তুলতে পারবো৷ আমরা সেই ল্য নিয়ে প্রতিষ্ঠান প্রতিষ্ঠিতকরেছি।
এসময় আরও উপস্থিত ছিলেন গিয়াসউদ্দিন ইসলামিক মডেল স্কুলের প্রধান শিক মুহাম্মদ মিজানুর রহমান, শিশির ঘোষ অমর, অগ্রবানীর সম্পাদক হারুন অর রশিদ
চোধুরী স্বপন, বিমল চন্দ কর্মকার পল্টু , রাজিব আহম্মেদ, শিক্ষক আবু তালেব, আবু তাহের, ওমর ফারুক, এইচএম ফারুক, এবাদুল হক প্রমুখ।
নিউজটি শেয়ার করুন
ট্যাগস:-
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ