প্রিন্ট এর তারিখঃ জুলাই ৩, ২০২৫, ১০:৫১ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ৯, ২০২৪, ৪:২৩ পি.এম

মোঃ লিটন চৌধুরী, সিদ্ধিরগঞ্জ, (প্রতিনিধি):
নারায়ণগঞ্জ ৪-আসনের সাবেক এমপি ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি মুহাম্মদ গিয়াসউদ্দিন বলেছেন, আপনারা এইখান থেকে যাওয়ার পরে প্রত্যেকটা ওয়ার্ড প্রত্যেকটা মহল্লায় পাহারা দিবেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দেশ নায়ক তারেক রহমানের বক্তব্য জনগনের কাছে তুলে ধরবেন, একটা কথা বলি তারা একটা জায়গায় আঘাত করতে চায় সংখ্যালঘু, যারা আছে তাদের মন্দিরে,বাড়ী-ঘরে, ব্যবসা- প্রতিষ্ঠানে হামলা করে সারা বিশ্বের কাছে ও প¦ার্শবর্তী রাষ্টের কাছে আমাদের কে দোষারোপ করতে চায়।
বৃহস্পতিবার (৮আগষ্ট) বিকালে সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি আয়োজিত জরুরী সভায়
প্রধান অতিথির বক্তব্য তিনি এ কথা বলেন।
এসময় তিনি আরো বলেণ, কাজেই খেয়াল রাখবেন অতন্দ্র প্রহরীর মত এই সংখ্যালঘু সম্প্রদায়, সংখ্যালঘু বলব না তারপর তারা যে ভাষাটা বলে, হিন্দু-বৌদ্ধ, খ্রিষ্টান, মুসলিম যারাই আছি সকলের দেশ বাংলাদেশ। সকলই নাগরিক অধিকার সমান। এখানে সংখ্যালঘু বা সংখ্যাগরিষ্ট কোন কথা নাই। তারপর তারা বলে বলে বললাম।
এগুলা পাহারা দিতে হবে, যেখানে মন্দির আছে, যেখানে তাদের উপাসনালয় আছে ও ব্যবসা-প্রতিষ্ঠান আছে, আমাদের স্বার্থে পাহারা দিতে হবে, হতে পারে সেই ব্যক্তিটা আওয়ামীলীগের পান্ডা ছিল।
কিন্তুআমাদের স্বার্থে আজকে তাকে পাহারা দিতে হবে। তার অপরাধের জন্য পরে প্রশাসনের মাধ্যমে শাস্তির ব্যবস্থা করা হবে। তাকে রক্ষা করার দায়িত্ব আমাদের, এটা আমাদের অস্তিত্বের জন্য এটা যেন সবার মনে থাকে। ইতিমধ্যে যারা চিহ্নিত হয়ে গেছে।
বিএনপির নাম দিয়ে বিভিন্ন জায়গায় যাচ্ছে তালিকা কালকের মধ্যে পৌছে দিবেন থানা বিএনপির কাছে, থানা বিএনপির যেন ১দিনের মধ্যে আমাদের কাছে পৌছে দেন।আমরা এটা প্রশাসনের সাথে কথা বলব আপনার আত্বীয় বা ছেলে হলেও তার নাম দিয়ে
দিবেন। তাকেও ছাড় দেওয়া যাবে না।
গিয়াসউদ্দিন আরো বলেন, এটা দেশের কল্যানে এই বিজয়কে আগামী দিন অনেক দূর
পর্যন্ত নিয়ে যেতে হবে। যা ৫৩ বছরে পারি নাই, অল্প সময়ের মধ্যে পারতে হবে
আমাদের কে ইনশাআল্লাহ। এই দৃঢ়তা ও শপথ নিয়ে আপনারা ও আমরা কাজ করব।
সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সভাপতি মাজেদুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ
সম্পাদক নাসিক ২নং ওয়ার্ড মোহাম্মদ ইকবাল হোসেন ও সাংগঠনিক সম্পাদক আকবর
হোসেনের পরিচালনায় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সিদ্ধিরগঞ্জ থানাবিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম, এ, হালিম জুয়েল, সিদ্ধিরগঞ্জ থানা
বিএনপির সহ-সভাপতি আব্দুল আল মামুম, এস,এম, আসলাম, মোস্তফা কামাল,ডি,এইচ, বাবুল, মাসুদুজ্জামান মন্টু, রওশন আলী, যুগ্ম-সম্পাদক আবুল হোসেন, কামরুল হাসান শরীফ, জাহাঙ্গীর হোসেন স্বাধীন, দপ্তর সম্পাদক ডাঃ
মাসুদ করিম, গণ-শিক্ষা বিষয়ক সম্পাদক মহিউদ্দিন সিকদার, শ্রম-বিষয়ক
সম্পাদক মোশারফ হোসেন, ১০নং ওয়ার্ড বিএনপির সভাপতি আনিছ সিকদার, ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক মোক্তার হোসেন, সহ-সভাপতি হাজী জহিরুল ইসলাম, শ্যামল আনোয়ার, জামান মির্জা ও ইউসুফ মিয়া
◑ Chief Adviser ☞ ◑ Adviser☞ Mohammad Kamrul Islam
◑Editor & publisher ☞ Mohammad Islam ✪Head office:-Motijheel C/A, Dhaka-1212,
✪Corporate office:-B.B Road ,Chasara, Narayanganj-1400, ✆Tell-02-47650077,02-2244272 Cell:+88-01885-000126
◑web:www.samakalinkagoj.com. ✪For news:(Online & Print)samakalinkagojnews@gmail.com,
✪For advertisements:-ads.samakalinkagoj@gmail.com✪For Editor & publisher:-editorsamakalinkagoj@gmail.com.✆Cell: +8801754-605090(Editor)☞Instagram.com/samakalinkagoj ☞ twitter.com/samakalinkagoj
☞সম্পাদক ও প্রকাশক কর্তৃক ১৮০,ফকিরাপুল পানির টাংকির গলি,মতিঝিল বা/এ, ঢাকা অবস্থিত 'জননী প্রিন্টার্স' ছাপাখানা হতে মুদ্রিত, ✪ রেজি ডি/এ নং-৬৭৭৭
◑ All Rights Reserved ©Daily samakalin kagoj paper authority>(© সর্বস্বত্ব সংরক্ষিত ©দৈনিক সমকালীন কাগজ পত্রিকা কর্তৃপক্ষ)
Copyright © 2025 Daily Samakalin Kagoj. All rights reserved.