শেখ হাসিনা। ফাইল ছবি
অনলাইন ডেস্ক।।
ছাত্র-জনতার বিক্ষোভের মুখে গত ৫ আগস্ট পদত্যাগ করে দেশ ছাড়েন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাঁকে উৎখাতে ও পদত্যাগের ব্যাপারে আমেরিকা জড়িত থাকার কথা জল্পনা শুরু হয়েছে।
স্বয়ং শেখ হাসিনা নিজেও এ কথা বলেছেন বলে এক প্রতিবেদনে দাবি করেছেনে ভারতীয় সংবাদমাধ্যম 'দ্র' প্রিন্ট ও ইকোনোমিক টাইমস। তবে,এসকল অভিযোগ মিথ্যা বলে দাবি করেছে আমেরিকা। শেখ হাসিনাকে উৎখাতে আমেরিকার কোনো ভূমিকাই ছিল না বলেও দাবি করেন দেশটি।
বার্তা সংস্থা রয়টার্স বলছেন, সোমবার এক সংবাদ সম্মেলনে এ সংক্রান্ত প্রশ্নের জবাবে মার্কিন হাউসের মুখপাত্র কারিন জ্যঁ-পিয়েরে এসব মন্তব্য করেন। তিনি বলেন, এ ঘটনায় আমাদের আদৌ কোনো সম্পৃক্ততা ছিলো না। এই ঘটনার সাথে মার্কিন সরকার জড়িত ছিল বলে যদি কোনো প্রতিবেদনে বলা হয় বা গুজব ছড়ানো হয়, তবে তা নিছক মিথ্যা বানোয়াট মনগড়া বলেছেন তিনি।
সোমবার এক সংবাদ সম্মেলনে হোয়াইট হাউসের মুখপাত্র কারিন জ্যঁ-পিয়েরে আরও বলেন, আমরা বিশ্বাস করি, জনগণেরই বাংলাদেশ সরকারের ভবিষ্যৎ নির্ধারণ করা উচিত এবং আমাদের অবস্থান ঠিক এটাই।
এদিকে গণআন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত হওয়ার পর সম্প্রতি নীরবতা ভাঙেন সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। ভারতে অবস্থানরত শেখ হাসিনা মন্তব্য করেন, তাঁকে ক্ষমতাচ্যুত করার জন্য দায়ী আমেরিকার মতো বিদেশি শক্তি। ভারতীয় সংবাদমাধ্যম দ্য প্রিন্ট ও ইকোনোমিক টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, গত শনিবার আওয়ামী লীগের উদ্দেশে এক বার্তা দেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সেখানে তিনি বলেন, আমি ক্ষমতায় থাকতে পারতাম, যদি আমি সেন্ট মার্টিন ও বঙ্গোপসাগর আমেরিকাকে দিয়ে দিতাম।’ তবে, তাঁর ছেলে সজিব ওয়াজেদ জয় দাবি করেন, তাঁর মা (শেখ হাসিনা) এমন কোনো কথা বলেননি।
সোমবারের সংবাদ সম্মেলনে হোয়াইট হাউসে তিনি বলেন,সাবেক বাংলাদেশের প্রধানমন্ত্রী হাসিনা সরকারের সঙ্গে বহু বছর ধরে আমেরিকার সম্পর্কে টানাপোড়েন ছিল।
চলতি বছরের জানুয়ারিতে অনুষ্ঠিত নির্বাচনের আগে তিনি বলেছিলেন যে, বিমান ঘাঁটির বদলে ক্ষমতায় ফেরার প্রস্তাব দিয়েছিলেন এক আমেরিকার শ্বেতাঙ্গ ব্যক্তি। ওই নির্বাচন নিয়ে নেতিবাচক মন্তব্যও এসেছিল আমেরিকা থেকে।
প্রসঙ্গত উল্লেখ্য যে, কোটা সংস্কার আন্দোলন ঘিরে গত জুলাই থেকেই উত্তাল বাংলাদেশ। পরে এই আন্দোলন রূপ নেয় সরকারপতনের আন্দোলনে।এরপর গণ আন্দোলনের মুখে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করতে বাধ্য হন শেখ হাসিনা। এরপর তিনি দেশ ছেড়ে ভারতে চলে যান। বর্তমানে তিনি সেখানেই রয়েছেন বলে জানা গেছে।
এরই মধ্যে গত ৮ আগস্ট শপথ নিয়েছে অন্তর্বর্তী সরকার। প্রধান উপদেষ্টা করা হয়েছে শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসকে।
সূত্র :-ইন্ডি/নি
(Editor & Publisher)
Head office:-Motijheel C/A, Dhaka-1212,
Corporate office:-B.B Road ,Chasara, Narayanganj-1400, Tell-02-47650077,02-2244272 Cell:+88-01885-000124,01885-000126
web:www.samakalinkagoj.com. For news:(Online & Print)
samakalinkagojnews@gmail.com, news.samakalinkagoj@gmail.com
For advertisements:-ads.samakalinkagoj@gmail.com
For publisher & editor:-editorsamakalinkagoj@gmail.com. Cell: +8801754-605090(Editor)
☞Instagram.com/samakalinkagoj ☞ twitter.com/samakalinkagoj
সম্পাদক ও প্রকাশক কর্তৃক ১৮০,ফকিরাপুল পানির টাংকির গলি,মতিঝিল বা/এ, ঢাকা অবস্থিত 'জননী প্রিন্টার্স' ছাপাখানা হতে মুদ্রিত, ✪ রেজি ডি/এ নং-৬৭৭৭
© All Rights Reserved ©Daily samakalin kagoj paper authority>(© সর্বস্বত্ব সংরক্ষিত ©দৈনিক সমকালীন কাগজ পত্রিকা কর্তৃপক্ষ)
Copyright © 2024 Samakalin Kagoj. All rights reserved.