প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ১০, ২০২৫, ৯:৩৫ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ২৯, ২০২৪, ৬:০৪ পি.এম
মৌলভীবাজারে বন্যাদূর্গত খামারিদের গো-খাদ্য বিতরণ কর্মসূচি

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি:
প্রাণিসম্পদ অধিদপ্তরের ও ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) এর প্রাণিসম্পদ মাঠ সহকারী (এলএফএ) ঐক্য পরিষদের উদ্যোগে মৌলভীবাজারে বন্যার্ত এলাকায় ক্ষতিগ্রস্থ শতাধিক খামারীদের মাঝে গবাদিপশুর খাদ্য কুড়া,ফিড,ভূষি,ঔষধ এবং অন্যান্য গো-খাদ্য বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বুধবার (২৮ আগস্ট) জেলার রাজনগর উপজেলার কামারচক ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে বন্যার্ত এলাকায় ক্ষতিগ্রস্থ খামারীদের মাঝে গবাদিপশুর গো-খাদ্য সামগ্রী বিতরণ কর্মসূচি পালন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাঃ মোঃ মারুফ হাসান, পরিচালক, বিভাগীয় প্রাণিসম্পদ দপ্তর, সিলেট বিভাগ, সিলেট। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাঃ মোঃ আশরাফুল আলম খান, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, মৌলভীবাজার । আরও উপস্থিত ছিলেন ডাঃ মোঃ শাহীনুল হক, সদর উপজেলা প্রানিসম্পদ কর্মকর্তা। এ সময় প্রধান অতিথির বক্তব্যে বলেন, সারাদেশে বন্যায় মানুষ চরম ক্ষতির সম্মুখীন। মাঠ সহকারীদের উদ্যাগকে কৃতজ্ঞতা প্রকাশ করেন। সারা বাংলাদেশের এলডিডিপি প্রকল্পের প্রাণিসম্পদ মাঠ সহকারী (এলএফএ)দের উদ্যোগে বন্যার্ত এলাকায় পানিবন্দি মানুষদের মাঝে এরকম উদ্যােগ গ্রহন করায় সাধারণ জনগণ উপকৃত হবে। জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা জানান, মৌলভীবাজারে বন্যায় প্রাণিসম্পদের ১ কোটি ২৫ লাখ টাকার ক্ষতি সাধিত হয়েছে। অনেক লোকজন অসহায় অবস্থায় রয়েছেন। এই প্রেক্ষিতে মানবতার টানে মানুষের সহযোগিতায় প্রাণিসম্পদ মাঠ সহকারীদের এই উদোগ্যকে সাধুবাদ জানাই। জনকল্যাণে তাদের সহযোগিতার হাত আরও প্রসারিত হউক।

Chief Adviser-...
Adviser- Mohammad Kamrul Islam,
Editor & publisher- Mohammad Islam.
Head office:-Motijheel C/A, Dhaka-1212, Corporate office:-B.B Road ,Chasara,
Narayanganj-1400,✆-02-47650077,02-2244272 Cell:+88-01885-000126.
web:www.samakalinkagoj.com. News-samakalinkagoj@gmail.com, advertisements-ads.samakalinkagoj@gmail.com,
✆+8801754-605090(Editor).সম্পাদক ও প্রকাশক কর্তৃক ১৮০,ফকিরাপুল পানির টাংকির গলি,মতিঝিল বা/এ, ঢাকা অবস্থিত 'জননী প্রিন্টার্স' ছাপাখানা হতে মুদ্রিত, ◑ রেজি ডি/এ নং-৬৭৭৭, All Rights Reserved ©Daily samakalin kagoj paper authority সর্বস্বত্ব সংরক্ষিত ©দৈনিক সমকালীন কাগজ পত্রিকা কর্তৃপক্ষ।
Copyright © 2025 Samakalin Kagoj. All rights reserved.