কিশোরগঞ্জের ভৈরবে দুর্বৃত্তদের দেয়া আগুনে পুড়ে ধ্বংস হওয়া থানা পরিদর্শন করেন ব্রিগেডিয়ার জেনারেল মো. তরিকুল ইসলাম। ১৬ আগস্ট শুক্রবার বিকাল ৫টায় ভৈরব পৌর শহরের বাসস্ট্যান্ড সংলগ্ন ভৈরব থানা ও শহীদ আইভি রহমান পৌর স্টেডিয়ামে অস্থায়ী থানা কার্যালয় পরিদর্শন করেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন, ভৈরব সেনাবাহিনী ক্যাম্পের ক্যাম্প কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল ফারহানা আফরীন, ভৈরব থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. সফিকুল ইসলাম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নূরে আলম নিলয়, গোলাম মহিউদ্দিন, শরিফুল হক জয়, সিহাব উদ্দিন তুহিন প্রমুখ।
পরিদর্শনকালে ব্রিগেডিয়ার জেনারেল মো. তরিকুল ইসলাম থানা সংস্কার কাজের বিষয়ে সংস্কার দায়িত্বে থাকা ব্যক্তিবর্গ, বৈষম্যবিরোধী ছাত্র সমাজ ও পাহারায় থাকা আনসার সদস্যদের সাথে কথা বলেন।
তিনি সংস্কার দায়িত্বে থাকা সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন, দ্রুত সময়ের মধ্যে যেন থানার সংস্কার কাজ সম্পন্ন হয়। অপর দিকে বৈষম্যবিরোধী ছাত্রদের ধন্যবাদ জ্ঞাপন করে তিনি বলেন, ছাত্ররা যা করেছে এবং এখন যা করছে তা আমাদেরও দায়িত্ব। এখন আমাদের কিছু করা উচিৎ। আমরা যারা সেনাবাহিনী, পুলিশ ও প্রশাসনসহ দায়িত্বশীল জায়গায় আছি। তারা নিজ নিজ জায়গায় থেকে সঠিক কাজ করতে হবে। এটাই আমাদের শপথ। থানাটি হলো জনগণের আস্থার জায়গা। আমরা চাই থানার কার্যক্রম দ্রুত চালু হোক। সেনাবাহিনীর পক্ষ থেকেও সর্বাত্মক সহায়তা প্রদান করা হবে।
এ সময় তিনি থানার পাহারায় থাকা আনসার সদস্যদেরও সতর্ক থেকে কাজ করে যাওয়ার পরামর্শ দেন।
ব্রিগেডিয়ার জেনারেল মো. তরিকুল ইসলাম অস্থায়ী থানায় উপস্থিত থাকা সকল পুলিশ সদস্যদের সাথে কথা বলেন এবং তাদেরকে থানার কার্যক্রম দ্রুত গতিতে শুরু করার জন্য দিকনির্দেশনা প্রদান করেন এবং সেনাবাহিনীর সার্বিক সহায়তার ব্যাপারে নিশ্চিত করেন।
◑ Chief Adviser-☞ Abu Jafor Ahamed babul ◑ Adviser☞ Mohammad Kamrul Islam
◑Editor & publisher-☞ Mohammad Islam ✪Head office:-Motijheel C/A, Dhaka-1212,
✪Corporate office:-B.B Road ,Chasara, Narayanganj-1400, ✆Tell-02-47650077,02-2244272 Cell:+88-01885-000126
◑web:www.samakalinkagoj.com. ✪For news:(Online & Print)samakalinkagojnews@gmail.com,
✪For advertisements:-ads.samakalinkagoj@gmail.com✪For Editor & publisher:-editorsamakalinkagoj@gmail.com.✆Cell: +8801754-605090(Editor)☞Instagram.com/samakalinkagoj ☞ twitter.com/samakalinkagoj
☞সম্পাদক ও প্রকাশক কর্তৃক ১৮০,ফকিরাপুল পানির টাংকির গলি,মতিঝিল বা/এ, ঢাকা অবস্থিত 'জননী প্রিন্টার্স' ছাপাখানা হতে মুদ্রিত, ✪ রেজি ডি/এ নং-৬৭৭৭
◑ All Rights Reserved ©Daily samakalin kagoj paper authority>(© সর্বস্বত্ব সংরক্ষিত ©দৈনিক সমকালীন কাগজ পত্রিকা কর্তৃপক্ষ)
Copyright © 2025 Daily Samakalin Kagoj. All rights reserved.