প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৩, ২০২৪, ১১:০৫ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ১৪, ২০২৪, ৬:৩১ পি.এম
নেতাকর্মীদের উপস্থিততে সরগরম মুন্সীগঞ্জ জেলা বিএনপির কার্যালয়
মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি।।
দীর্ঘ বছর পর মুন্সীগঞ্জে শত শত নেতাকর্মীদের উপস্থিততে সরগরম হয়ে উঠেছে জেলা বিএনপির কার্যালয়।আওয়ামী লীগ সরকারের বাধার মুখে শহরের রাজপথে কোনো দলীয় কর্মসূচি পালন করতে পারেনি।গত ৫ আগস্ট সরকার পতনের পর জেল থেকে মুক্ত নেতাকর্মীসহ বিএনপি নেতাকর্মীরা ঐক্যবদ্ধ হয়ে রাজপথে সক্রিয় হয়ে উঠেছে।
গতকাল মঙ্গলবার সন্ত্রাস,নৈরাজ্য প্রতিহতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে মুন্সীগঞ্জে অবস্থান কর্মসূচি পালন করছে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।আজ বুধবার(১৪ আগস্ট)সকাল থেকে মুন্সীগঞ্জ শহরের থানারপুল চত্বরে জেলা বিএনপির কার্যালয়ে জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মোহাম্মদ মহিউদ্দিনের নেতৃত্বে খণ্ড খণ্ড মিছিল নিয়ে অবস্থান নিতে থাকে নেতাকর্মীরা। দুপুর পর্যন্ত কর্মসূচিতে অংশ নেয় সহস্রাধিক বিএনপি নেতাকর্মী।এসময় বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে উঠে জেলা বিএনপির কার্যালয়সহ রাজপথ।
কর্মসূচিতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন,জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মোহাম্মদ মহিউদ্দিন,জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ইরাদত হোসেন মানু,সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান ফকির,সাবেক ভিপি মো: শাহিন,জেলা যুবদলের আহবায়ক মুজিবুর রহমান দেওয়ান,সদস্য সচিব মাসুদ রানা ও জেলা ছাত্রদল সভাপতি আবুল হাশেম প্রমুখ।কর্মসূচিতে,সন্ত্রাস ও নৈরাজ্য প্রতিহত করতে নেতাকর্মীদের নিজ নিজ জায়গা থেকে কাজ করার আহ্বান জানানো হয়। একই বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র হত্যার প্রতিবাদ জানিয়ে হাসিনাসহ জড়িতদের সর্বোচ্চ বিচারের দাবি তোলা হয়।জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ইরাদত হোসেন মানু জানান,স্বৈরাচার হাসিনা সরকারের বাধার মুখে দীর্ঘ বছর রাজপথে দলীয় কর্মসূচি পালন করতে পারিনি।দফায় দফায় হামলা চালিয়ে ভাংচুর করা হয়েছে জেলা বিএনপির কার্যালয়।এমনকি প্রধান ফটকে তালা ঝুলিয়ে দিয়েছিল সন্ত্রাসীরা।তিনি বলেন,স্বৈরাচার হাসিনার পতনের পর বিএনপি নেতাকর্মীরা তাদের অধিকার ফিরে পেয়েছে।এরই অংশ হিসেবে দলীয় কার্যালয় এখন নেতাকর্মীদের উপস্থিততে সরগরম হয়ে উঠেছে।সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান ফকির বলেন,হামলা-মামলার শিকার হয়ে নির্যাতিত নেতাকর্মীরা সরকার পতনের পর উজ্জীবিত হয়ে উঠেছে।তাই দলীয় কর্মসূচি পালন ছাড়াও মুন্সীগঞ্জে যাতে কোনো সহিংস ঘটনা না ঘটে তা প্রতিরোধে তৎপর নেতারা।
Editor & Publisher-MSI
Head office:-Motijheel C/A, Dhaka-1212,
Corporate office:-B.B Road ,Chasara, Narayanganj-1400, Tell-02-47650077,02-2244272 Cell:+88-01885-000124,01885-000126
web:www.samakalinkagoj.com. For news:(Online & Print)
samakalinkagojnews@gmail.com, news.samakalinkagoj@gmail.com
For advertisements:-ads.samakalinkagoj@gmail.com
For publisher & editor:-editorsamakalinkagoj@gmail.com. Cell: +8801754-605090(Editor)
☞Instagram.com/samakalinkagoj ☞ twitter.com/samakalinkagoj
সম্পাদক ও প্রকাশক কর্তৃক ১৮০,ফকিরাপুল পানির টাংকির গলি,মতিঝিল বা/এ, ঢাকা অবস্থিত 'জননী প্রিন্টার্স' ছাপাখানা হতে মুদ্রিত, ✪ রেজি ডি/এ নং-৬৭৭৭
© All Rights Reserved ©Daily samakalin kagoj paper authority>(© সর্বস্বত্ব সংরক্ষিত ©দৈনিক সমকালীন কাগজ পত্রিকা কর্তৃপক্ষ)
Copyright © 2024 Samakalin Kagoj. All rights reserved.