এ কে এম সেলিম ওসমান। ছবি: সংগৃহীত
অনলাইন ডেস্ক।।
দীর্ঘ ১৪ বছর পর নিট পোশাকশিল্প মালিকদের সংগঠন বিকেএমইএর সভাপতির পর ছাড়লেন শামীম ওসমানের ভাই এ কে এম সেলিম ওসমান। দীর্ঘদিন ধরে রাজনৈতিক প্রভাব খাটিয়ে সমঝোতার মাধ্যমে পর্ষদ গঠন করে সভাপতির পদ আঁকড়ে ছিলেন তিনি। সংগঠনটিতে নতুন সভাপতি হয়েছেন মোহাম্মদ হাতেম, যিনি এতদিন নির্বাহী সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।
বিকেএমইএর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে
রোববার (২৫ আগস্ট) সংগঠনটির শীর্ষ পদে রদবদলের কথা জানানো হয়। এতে বলা হয়, বিকেএমইএর ঢাকা কার্যালয়ে সংগঠনের পরিচালনা পর্ষদের বোর্ড সভায় নতুন নেতৃত্ব নির্বাচন করা হয়। এর আগে শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে এ কে এম সেলিম ওসমান সংগঠনের সভাপতির দায়িত্ব পালনে অপারগতা প্রকাশ করে পদত্যাগের ঘোষণা দেন, যা পর্ষদে সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। পর্ষদ সভায় অনলাইনে যুক্ত হয়ে বিদায়ী সভাপতি সেলিম ওসমান বক্তব্যও দেন।
নতুন সভাপতি মোহাম্মদ হাতেম
বিকেএমইএর নতুন পরিচালনা পর্ষদে সহ-সভাপতি থেকে নির্বাহী সভাপতির দায়িত্ব পেয়েছেন ফজলে শামীম এহসান। এ ছাড়া পরিচালক থেকে সহ-সভাপতি হয়েছেন মো. শামসুজ্জামান। নবগঠিত পর্ষদে জ্যেষ্ঠ সহসভাপতি হিসেবে আছেন মনসুর আহমেদ। সহ-সভাপতি পদে আরও আছেন অমল পোদ্দার, গাওহার সিরাজ জামিল, মোরশেদ সারোয়ার সোহেল, আখতার হোসেন অপূর্ব ও মোহাম্মদ রাশেদ।
মোহাম্মদ হাতেম দীর্ঘদিন ধরে বিকেএমইএর সহ-সভাপতি পদে দায়িত্ব পালন করেছেন। ২০২১ সালে তিনি নির্বাহী সভাপতি হন। সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর মোহম্মদ হাতেম বলেন, বর্তমান পর্ষদের নির্ধারিত মেয়াদ শেষ হলে ভোটের মাধ্যমে সংগঠনের নতুন পর্ষদ গঠন করা হবে।
মোহাম্মদ হাতেম আরও বলেন, ‘নোবেলজয়ী অর্থনীতিবিদ মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সঙ্গে বিকেএমইএর নতুন পর্ষদ কাজ করবে। প্রধান উপদেষ্টার ভাবমূর্তি কাজে লাগিয়ে কীভাবে তৈরি পোশাকের রপ্তানি আরও বাড়ানো যায়, সেই চেষ্টা আমরা করব। একই সঙ্গে বর্তমানে উদ্যোক্তারা যেসব সমস্যায় রয়েছেন যেমন—ঋণপত্র খোলা ও আর্থিক সহায়তা পাওয়া নিয়ে হয়রানি, সেগুলো নিয়ে আমরা বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কাজ করব।’
২০১০ সালের ২০ সেপ্টেম্বর থেকে বিকেএমইএর সভাপতির পদে ছিলেন সেলিম ওসমান। সর্বশেষ ২০১২ সালে ভোটের মাধ্যমে সভাপতি হন তিনি। তারপর ২০১৪, ২০১৬, ২০১৯, ২০২১ ও ২০২৩ সালে সমঝোতার মাধ্যমে পর্ষদ করে সভাপতি হন সেলিম ওসমান। কিছুদিন আগে বিলুপ্ত জাতীয় সংসদে তিনি নারায়ণগঞ্জ-৫ আসনের সদস্য ছিলেন। তাঁর ভাই শামীম ওসমান নারায়ণগঞ্জ-৪ আসনে আওয়ামী লীগের সংসদ সদস্য ছিলেন। বিকেএমইএতে প্রভাবশালী ওসমান পরিবারের কারণে টানা পাঁচবার সমঝোতার মাধ্যমে পর্ষদ গঠন করা হলেও সংগঠনের উদ্যোক্তারা চুপচাপ ছিলেন।
এদিকে গতকাল শনিবার বিজিএমইএর সভাপতি পদ থেকে পদত্যাগ করেছেন এস এম মান্নান। তিনি ঢাকা মহানগর (উত্তর) আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। রাজনৈতিক পটপরিবর্তনের পর তিনিও শারীরিক অসুস্থতার কথা উল্লেখ করে পদত্যাগ করেন। সংগঠনটির নতুন সভাপতি হয়েছেন ডিজাইনটেক্সের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) খন্দকার রফিকুল ইসলাম। এত দিন দিন তিনি জ্যেষ্ঠ সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।
Editor & Publisher-MSI
Head office:-Motijheel C/A, Dhaka-1212,
Corporate office:-B.B Road ,Chasara, Narayanganj-1400, Tell-02-47650077,02-2244272 Cell:+88-01885-000124,01885-000126
web:www.samakalinkagoj.com. For news:(Online & Print)
samakalinkagojnews@gmail.com, news.samakalinkagoj@gmail.com
For advertisements:-ads.samakalinkagoj@gmail.com
For publisher & editor:-editorsamakalinkagoj@gmail.com. Cell: +8801754-605090(Editor)
☞Instagram.com/samakalinkagoj ☞ twitter.com/samakalinkagoj
সম্পাদক ও প্রকাশক কর্তৃক ১৮০,ফকিরাপুল পানির টাংকির গলি,মতিঝিল বা/এ, ঢাকা অবস্থিত 'জননী প্রিন্টার্স' ছাপাখানা হতে মুদ্রিত, ✪ রেজি ডি/এ নং-৬৭৭৭
© All Rights Reserved ©Daily samakalin kagoj paper authority>(© সর্বস্বত্ব সংরক্ষিত ©দৈনিক সমকালীন কাগজ পত্রিকা কর্তৃপক্ষ)
Copyright © 2024 Samakalin Kagoj. All rights reserved.