বিশেষ প্রতিনিধি।।
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাব পৌরসভার বরপা আড়িয়াব এলাকায় জঙ্গি আস্তানা সন্দেহে সৌদি আরব প্রবাসী জাকিরের চারতলা ভবন সকাল থেকে ঘিরে রেখে অভিযান চালিয়ে ৩টি বোমা একটি চাপাতি উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (২ জুলাই) বিকেলে পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিটের (এটিইউ) দায়িত্বরত পুলিশ সুপার সানোয়ার হোসেন বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে সংক্ষিপ্ত সংবাদ সম্মেলন করেছেন।
তিনি বলেন, সৌদি প্রবাসীর বাড়িটির তৃতীয় তলার একটি ফ্ল্যাটে অভিযান পরিচালনা করে কাউকে পাওয়া যায়নি। তবে ফ্ল্যাট থেকে শক্তিশালী তিনটি আইডি বোমা উদ্ধার করা হয়েছে। বোমাগুলোকে এই বাড়িতেই তৈরী করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। বোমাগুলোর একটি সেই বাড়ির রুমের ভিতরে এবং বাকী দুটি বাহিরে নিষ্ক্রিয় করা হয়েছে। এছাড়াও একটি চাপাতি উদ্ধার করা হয়েছে।
এর আগে মঙ্গলবার সকাল থেকেই জঙ্গি আস্তানা সন্দেহে ভবনটিকে ঘিরে রেখে দুপুর দেড়টার দিকে চারতলা বাড়িটিতে অভিযান শুরু করে পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিট ও পুলিশের বিশেষায়িত বোমা নিস্ক্রিয় ইউনিট সোয়াট।
প্রসঙ্গত উল্লেখ্য যে, কক্সবাজার থেকে সোমবার (১ জুলাই) নেত্রকোনা জেলার অপারেশন চালাকালী সময়ে পলাতক এক নারী জঙ্গিকে আটক করা হয়।জিজ্ঞাসাবাদে তার দেওয়া তথ্যের ভিত্তিতেই নারায়ণগঞ্জের এই বাড়ির সন্ধান দেন তিনি। এরপর গোয়েন্দা সংস্থার তথ্যে মঙ্গলবার সকালে সৌদি প্রবাসী জাকির হোসেনের মালিকানাধীন চারতলা বাড়িটি ঘিরে রাখে এটিইউ।এসময় অভিযানের নেতৃত্বে ছিলেন এটিইউর পুলিশ সুপার (অপারেশনস) সানোয়ার হোসেন।
অ্যান্টি টেরোরিজম ইউনিটের পুলিশ সুপার (মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস) মাহফুজুল আলম রাসেল জানান, গত মাসের ৯ জুন নেত্রকোণা সদর উপজেলার কাইলাটি ইউনিয়নের ভাসাপাড়া এলাকার একটি বাড়িতে অভিযান চালায় এটিইউ।সেই সময়ে নেত্রকোণার ওই ঘটনার তথ্যের ভিত্তিতে ওই নারীকে কক্সবাজার থেকে গ্রেপ্তার করা হয়।
সেই ঘটনায় নেত্রকোনার সেই বাড়ির জঙ্গি আস্তানা থেকে দিনভর অভিযান পরিচালনা করে সেখান থেকে একটি বিদেশি পিস্তল, ১৭ রাউন্ড গুলি, জঙ্গি প্রশিক্ষণের বই, প্রশিক্ষণের জন্য খেলনা পিস্তল, হাতকড়া, ওয়াকি-টকি, একটি ল্যাপটপ, দুটি দুরবিন, পাঁচটি অ্যান্ড্রয়েড ফোন, শরীরচর্চার সরঞ্জাম, বেশকিছু জঙ্গি প্রশিক্ষণের ডিভাইসসহ ৮০ ধরনের মালপত্র জব্দ করে পুলিশ। এ ছাড়াও সেখান থেকে ছয়টি তাজা বোমাও উদ্ধার করা হয়েছিলো।
◑ Chief Adviser-☞ Abu Jafor Ahamed babul ◑ Adviser☞ Mohammad Kamrul Islam
◑Editor & publisher-☞ Mohammad Islam ✪Head office:-Motijheel C/A, Dhaka-1212,
✪Corporate office:-B.B Road ,Chasara, Narayanganj-1400, ✆Tell-02-47650077,02-2244272 Cell:+88-01885-000126
◑web:www.samakalinkagoj.com. ✪For news:(Online & Print)samakalinkagojnews@gmail.com,
✪For advertisements:-ads.samakalinkagoj@gmail.com✪For Editor & publisher:-editorsamakalinkagoj@gmail.com.✆Cell: +8801754-605090(Editor)☞Instagram.com/samakalinkagoj ☞ twitter.com/samakalinkagoj
☞সম্পাদক ও প্রকাশক কর্তৃক ১৮০,ফকিরাপুল পানির টাংকির গলি,মতিঝিল বা/এ, ঢাকা অবস্থিত 'জননী প্রিন্টার্স' ছাপাখানা হতে মুদ্রিত, ✪ রেজি ডি/এ নং-৬৭৭৭
◑ All Rights Reserved ©Daily samakalin kagoj paper authority>(© সর্বস্বত্ব সংরক্ষিত ©দৈনিক সমকালীন কাগজ পত্রিকা কর্তৃপক্ষ)
Copyright © 2025 Daily Samakalin Kagoj. All rights reserved.