প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ৪, ২০২৫, ৯:০৯ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ৯, ২০২৪, ৬:১০ পি.এম
শ্রীমঙ্গলের মুন ড্রিমস হাউসে অসামাজিক কার্যকলাপের দায়ে আটক-৩

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি।।
মৌলভীবাজারের শ্রীমঙ্গল পৌর শহরের ভানুগাছ রোডস্থ আবাসিক হোটেল থেকে অসামাজিক কার্যকলাপের অপরাধে ৩জন তরুণ-তরুণীকে আটক করেছে শ্রীমঙ্গল থানা পুলিশ।
মঙ্গলবার (৯ জুলাই) দুপুরে শ্রীমঙ্গল-কমলগঞ্জ সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. আনিসুর রহমান এর নেতৃত্বে পৌরসভার ১ নং ওয়ার্ডের ১০নং ভানুগাছ রোডস্থ (বিজিবি সেক্টর) সংলগ্ন মুন ড্রিমস আবাসিক হোটেলে এক অভিযান পরিচালনা করা হয়।
এসময় হোটেল থেকে অসামাজিক কার্যকলাপের অপরাধে হোটেল ম্যানেজার আব্দুল্লাহ (২৭), সঞ্চিতা পোদ্দার (২৪) এবং ইভা জাহান (২২) নামে এ তিনজকে আটক করে পুলিশ।
শ্রীমঙ্গল থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) তাপস চন্দ্র রায় সন্ধায় মুঠোফোনে জানান, অভিযান পরিচালনার সময় প্রথমে আমরা হোটেলে মোট ৮জন তরুণ-তরুণীকে দেখতে পাই। এরমধ্যে ৪জন ছেলে এবং ৫জন নারী ছিলেন। তাদের সাথে আলাপকালে জানা যায়, তাদের ৪জনের মধ্যে প্রেমের সম্পর্ক। আর অন্য একজন বর্ডার। পরে তাদের অভিভাবকদের খবর দিয়ে থানায় ডেকে এনে শাসিয়ে অভিভাকদের জিম্মায় ছেড়ে দেয়া হয়। অন্য ৩জনের মধ্যে একজন হোটেল ম্যানেজার এবং আরও দুইজন তরুণীকে জিজ্ঞাসাবাদে যথার্থ উত্তর দিতে পারেনি। তাদের কথাবার্তায় সন্দেহজনক হওয়ায় আটক করে থানায় নিয়ে আসা হয়। পরে ম্যানেজারসহ দুই তরুণীকে অসামাজিক কার্যকলাপের অপরাধের মামলা রুজু করে দুপুরে মৌলভীবাজার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।
আটককৃতদের পরিচয় জানতে চাইলে ওসি (অপারেশন) তাপস চন্দ্র রায় বলেন, আটককৃত দুইজন নারী আমাদের কাছে তাদের ঠিকানা ঢাকা এবং গাজীপুর বললেও আদালতে গিয়ে অন্য ঠিকানা বলেছে। মূলত তারা আমাদের কাছে সঠিক ঠিকানা বলেনি।
জানতে চাইলে শ্রীমঙ্গল-কমলগঞ্জ (সার্কেল) সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. আনিসুর রহমান জানান, মুন ড্রিমস আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপ হচ্ছে অভিযোগ পেয়ে হোটেলে অভিযান চালানো হয়েছে। এসময় এ অপরাধে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার করে আসামীদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
প্রসঙ্গত; ২০২৩ সালের ৩১ মে শ্রীমঙ্গল মুনস ড্রিম রেস্ট হাউজে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে অনৈতিক কার্যকলাপে সুযোগ দেয়ার অপরাধে রেস্ট হাউসের ম্যানেজার ও পরিচালকে ১ লাখ টাকা ও জরিমানা করা হয়।
◑ Chief Adviser-☞ Abu Jafor Ahamed babul ◑ Adviser☞ Mohammad Kamrul Islam
◑Editor & publisher-☞ Mohammad Islam ✪Head office:-Motijheel C/A, Dhaka-1212,
✪Corporate office:-B.B Road ,Chasara, Narayanganj-1400, ✆Tell-02-47650077,02-2244272 Cell:+88-01885-000126
◑web:www.samakalinkagoj.com. ✪For news:(Online & Print)samakalinkagojnews@gmail.com,
✪For advertisements:-ads.samakalinkagoj@gmail.com✪For Editor & publisher:-editorsamakalinkagoj@gmail.com.✆Cell: +8801754-605090(Editor)☞Instagram.com/samakalinkagoj ☞ twitter.com/samakalinkagoj
☞সম্পাদক ও প্রকাশক কর্তৃক ১৮০,ফকিরাপুল পানির টাংকির গলি,মতিঝিল বা/এ, ঢাকা অবস্থিত 'জননী প্রিন্টার্স' ছাপাখানা হতে মুদ্রিত, ✪ রেজি ডি/এ নং-৬৭৭৭
◑ All Rights Reserved ©Daily samakalin kagoj paper authority>(© সর্বস্বত্ব সংরক্ষিত ©দৈনিক সমকালীন কাগজ পত্রিকা কর্তৃপক্ষ)
Copyright © 2025 Daily Samakalin Kagoj. All rights reserved.