প্রিন্ট এর তারিখঃ জুলাই ৮, ২০২৫, ১:০৩ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ২২, ২০২৪, ৬:৪০ পি.এম
সিদ্ধিরগঞ্জে স্বামীর গোপনাঙ্গ কর্তনের অভিযোগে স্ত্রী আটক

লিটন চৌধুরী,সিদ্ধিরগঞ্জ (না'গঞ্জ) প্রতিনিধি।।
সিদ্ধিরগঞ্জে স্বামীর বিশেষ অঙ্গ কর্তনের অভিযোগ স্ত্রীকে আটক করা হয়েছে।
শনিবার(২২ জুন) দুপুরেও স্বামী স্ত্রীর মধ্যে কলহ বিরোধের এক পর্যায়ে ঝগড়াঝাটি হয়।দীর্ঘদিন ধরে স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহ বিরোধ চলছিল। পরে স্বামী মো.কামাল উদ্দিন (৩৭) দুপুরের খাবার খেয়ে ঘুমিয়ে পরলে। সেই সুযোগে স্ত্রী নাজমা বেগম (৩৫) ঘুমন্ত স্বামীর বিশেষ অঙ্গ ধারালো ব্লেড দিয়ে কেটে ফেলেন। স্বামী কামাল উদ্দিনের ডাকচিৎকারের বাড়ির লোকজন ছুটে এসে তাকে মুমুর্ষ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
ঘটনাটি ঘটেছে সিদ্ধিরগঞ্জের হিরাঝিল ৪ নং রোডের শেষ মাথায় মো.কামাল হোসেনের বাড়ির দ্বিতীয়তলায়। বাড়ির লোকজন ওই নারীকে আটক করে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশে খবর দিলে এসআই আনোয়ার হোসেন ঘটনাস্থলে গিয়ে ওই নারীকে আটক করে। খবর দ্রত হিরাঝিল এলাকায় ছড়িয়ে পড়লে শত শত মানুষ ভিড় জমায় ওই বাড়ির সামনে।
বাড়ির মালিক মো.কামাল হোসেন বলেন, নোয়াখালীর কবির হাটের উত্তর জগদানন্দ গ্রামের নুর জামালের ছেলে কামাল উদ্দিন স্ত্রী নাজমা বেগম দম্পতি গত কয়েক মাস ধরে ভাড়া থাকেন তার বাড়িতে। নাজমা আদমজী ইপিজেডে একটিপোশাস কারখানায় অপারেটর হিসেবে চাকরী করেন। স্বামী কামাল উদ্দিন স্যানোটারি মিস্ত্রী হিসেবে কাজ করেন।তাদের উভয়ের মধ্যে প্রায়শই ঝগড়াঝাটি হতো বলে বাড়ির মালিক ও অন্যান্য ভাড়াটিয়ারা জানান।
জানা গেছে, কামাল উদ্দিনের গ্রামের বাড়িতে প্রথম স্ত্রী ও ৩টি সন্তান থাকা সত্বেও নাজমা বেগমকে বিয়ে করেন। নাজমা গ্রামের বাড়ি পটুয়াখালীর সদরের বদরপুরে। তার পিতার নাম রুস্তম খন্দকার।
আটককৃত দ্বিতীয় স্ত্রী নাজমা বেগম বলেন, আমি এবং কামাল উদ্দিন আয়শা গার্মেন্টে চাকুরী করার সময় সে প্রথম স্ত্রী ও সন্তানের কথা গোপন রেখে আমাকে ৩ বছর পূর্বে বিয়ে করে এবং বিয়ের পর থেকে স্বামী কামাল অন্য নারীতে আসক্ত হয়ে পরেন।এনিয়ে প্রায়ই অতেুক তাদের মধ্যে জগড়াঝাটি চলতে থাকে, শেষে অতিষ্ঠ হয়ে স্বামীর বিশেষ অঙ্গ কেটে ফেলেন বলে স্বীকার করেন।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো.আবুবকর সিদ্দিক বলেন,এলাকাবাসীর সহায়তা খবর পেয়ে ওই নারীকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে এবং তার স্বামীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।আটককৃত নারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
Chief Adviser-...
Adviser- Mohammad Kamrul Islam,
Editor & publisher- Mohammad Islam.
Head office:-Motijheel C/A, Dhaka-1212, Corporate office:-B.B Road ,Chasara,
Narayanganj-1400,✆-02-47650077,02-2244272 Cell:+88-01885-000126.
web:www.samakalinkagoj.com. News-samakalinkagoj@gmail.com, advertisements-ads.samakalinkagoj@gmail.com,
✆+8801754-605090(Editor).সম্পাদক ও প্রকাশক কর্তৃক ১৮০,ফকিরাপুল পানির টাংকির গলি,মতিঝিল বা/এ, ঢাকা অবস্থিত 'জননী প্রিন্টার্স' ছাপাখানা হতে মুদ্রিত, ◑ রেজি ডি/এ নং-৬৭৭৭, All Rights Reserved ©Daily samakalin kagoj paper authority সর্বস্বত্ব সংরক্ষিত ©দৈনিক সমকালীন কাগজ পত্রিকা কর্তৃপক্ষ।
Copyright © 2025 Daily Samakalin Kagoj. All rights reserved.