প্রিন্ট এর তারিখঃ জুলাই ৭, ২০২৫, ৮:২৩ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ৮, ২০২৪, ১২:৪৪ পি.এম
সিদ্ধিরগঞ্জে গ্যাসের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

মো. লিটন চৌধুরী,সিদ্ধিরগঞ্জ (না'গঞ্জ) (প্রতিনিধি)।।
গ্যাসের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছে নাসিক ৩নং ওয়ার্ডের সাধারণ জনগণ। এসময় তারা সড়কে মানববন্ধন কর্মসূচিও পালন করে। ঘন্টাব্যাপী সড়ক অবরুদ্ধ থাকায় সৃষ্টি হয় তীব্র যানজট। পরে পুলিশ এসে তাদেরকে মহাসড়ক থেকে সরিয়ে দেয়।
কুতুবপুরে বিল দিলেও মিলছেনা গ্যাস, তিতাসকে ঘেরাওয়ের আল্টিমেটাম
শনিবার (৮ জুন) সকাল ১০টার দিকে সিদ্ধিরগঞ্জের মৌচাক এলাকায় মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
এসময় বিক্ষুব্ধ জনতা প্রায় ১ ঘন্টা মহাসড়ক অবরোধ করে রাখেন। এতে চট্টগ্রামমুখী লেনে তীব্র যানজটের সৃষ্টি হয়। দুর্ভোগে পড়তে হয় ওই রুটের যাত্রীদের। পরে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ ও কাঁচপুর হাইওয়ে পুলিশ এসে তাদেরকে মহাসড়ক থেকে সরিয়ে দেয়।
মানববন্ধনে উপস্থিত মাদানীনগর এলাকার ভুক্তভোগীরা বলেন, কয়েক বছর ধরেই এখানে গ্যাস থাকে না। মধ্যরাতে কিছুটা গ্যাস এলে তখন উঠে রান্না করতে হয়। তিতাস গ্যাস অফিসের বিভিন্ন দপ্তরে বহু অভিযোগ করেও কোনো ফলাফল পাইনি। আমরা সরকারের কাছে আবেদন করছি, আমাদের জন্য যেন দ্রুত গ্যাসের ব্যবস্থাটা করে দেওয়া হয়।
তারা আরো বলেন, সাহেবপাড়া এলাকার আশেপাশের সব জায়গায় গ্যাস থাকলেও আমাদের এখানে গ্যাস থাকে না। গভীর রাতে আসলে আসে না আসলে তো নাই। তিতাস কর্মকর্তাদের জানানোর পর তারা শুধু বলেন দেখতেছি, কিন্তু কিছুই দেখেন না তারা।
এ বিষয়ে কাঁচপুর হাইওয়ে থানার শিমরাইল ক্যাম্পের ইনচার্জ একেএম শরফুদ্দীন বলেন, ওই এলাকায় গ্যাস না থাকায় জনগণ অবরোধ করেছিল। পরে আমরা সেখানে পৌঁছে তাদের বুঝিয়ে সরিয়ে দেই। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবু বকর সিদ্দিক বলেন, জনতা সড়কে ওঠার কিছুক্ষণের মধ্যেই আমরা ঘটনাস্থলে পৌঁছে তাদের বুঝিয়ে সরিয়ে দিয়েছি। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
Chief Adviser-...
Adviser- Mohammad Kamrul Islam,
Editor & publisher- Mohammad Islam.
Head office:-Motijheel C/A, Dhaka-1212, Corporate office:-B.B Road ,Chasara,
Narayanganj-1400,✆-02-47650077,02-2244272 Cell:+88-01885-000126.
web:www.samakalinkagoj.com. News-samakalinkagoj@gmail.com, advertisements-ads.samakalinkagoj@gmail.com,
✆+8801754-605090(Editor).সম্পাদক ও প্রকাশক কর্তৃক ১৮০,ফকিরাপুল পানির টাংকির গলি,মতিঝিল বা/এ, ঢাকা অবস্থিত 'জননী প্রিন্টার্স' ছাপাখানা হতে মুদ্রিত, ◑ রেজি ডি/এ নং-৬৭৭৭, All Rights Reserved ©Daily samakalin kagoj paper authority সর্বস্বত্ব সংরক্ষিত ©দৈনিক সমকালীন কাগজ পত্রিকা কর্তৃপক্ষ।
Copyright © 2025 Daily Samakalin Kagoj. All rights reserved.