অনলাইন ডেস্ক।।
মারা গেলেন আলোচিত জল্লাদ শাহজাহান ভূঁইয়া।৩৬ মামলায় টানা ৩২ বছর সাজা খাটার পর কারাগার থেকে বেরিয়ে খোলা আকাশের নিচে আলোচিত এই জল্লাদ শাহজাহান বেঁচে ছিলেন মাত্র ৩৭০ দিন। ৩৭১ দিনে মৃত্যু।
সোমবার(২৪ জুন) রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে হৃদ রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর।
জানা গেছে, রোববার গভীর রাতে সাভারের হেমায়েতপুরের একটি বাসা থেকে শারীরিক অবস্থার অবনতি হলে শাহজাহানকে সোহরাওয়ার্দী হাসপাতালে নেওয়া হয়। সোমবার ভোরে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শেরেবাংলা নগর থানার উপপরিদর্শক (এসআই) মশিউল আজম ভূঁইয়া এসব তথ্য জানান।
এর আগে গত ১০ জুন সাভারের হেমায়েতপুরে একটি বাসা ভাড়া নেন শাহজাহান। সেখানে ভাড়া বাসায় থাকতে শুরু করেছিলেন তিনি। ২৩ জুন দিবাগত রাত ৩টার দিকে তার বুকে প্রচন্ড ব্যথা উঠে। পরে তাকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন ওই বাসার মালিক আবুল কাশেম।
বাসার মালিক কাশেম জানান, সোমবার ভোর সাড়ে ৫টার দিকেই মারা যান জল্লাদ শাহজাহান।
এসআই মশিউল বলেন,জল্লাদ শাহজাহানের লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে রাখা হয়েছে।জল্লাদ শাহজাহানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার বোন ফিরোজা বেগমও।
তিনি বলেন, বেশ কিছুদিন ধরে ঢাকার অদূরে সাভারের হেমায়েতপুরে থাকতেন ভাই। রোববার রাতে তার বুকে ব্যাথা উঠলে রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই তিনি মৃত্যু বরন করেছেন।
ফিরোজা বেগম বলেন, এদিন ভোর সাড়ে ৫টার দিকে আমার ভাইয়ের মৃত্যু হয়। হাসপাতালে তার মরদেহ গ্রহণ করেছি আমি।সকল ধরনের আইনি প্রক্রিয়া শেষে শাহজাহানের মরদেহ নরসিংদির পলাশ উপজেলার ইছাখালী গ্রামে দাফন করা হবে।
প্রসঙ্গত উল্লেখ্য যে, বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি দিন (৪৪ বছর) ৩৬ মামলায় কারাভোগ শেষে ২০২৩ সালের ১৮ জুন মুক্তি পান প্রধান জল্লাদ মো. শাহজাহান।
(Editor & Publisher)
Head office:-Motijheel C/A, Dhaka-1212,
Corporate office:-B.B Road ,Chasara, Narayanganj-1400, Tell-02-47650077,02-2244272 Cell:+88-01885-000124,01885-000126
web:www.samakalinkagoj.com. For news:(Online & Print)
samakalinkagojnews@gmail.com, news.samakalinkagoj@gmail.com
For advertisements:-ads.samakalinkagoj@gmail.com
For publisher & editor:-editorsamakalinkagoj@gmail.com. Cell: +8801754-605090(Editor)
☞Instagram.com/samakalinkagoj ☞ twitter.com/samakalinkagoj
সম্পাদক ও প্রকাশক কর্তৃক ১৮০,ফকিরাপুল পানির টাংকির গলি,মতিঝিল বা/এ, ঢাকা অবস্থিত 'জননী প্রিন্টার্স' ছাপাখানা হতে মুদ্রিত, ✪ রেজি ডি/এ নং-৬৭৭৭
© All Rights Reserved ©Daily samakalin kagoj paper authority>(© সর্বস্বত্ব সংরক্ষিত ©দৈনিক সমকালীন কাগজ পত্রিকা কর্তৃপক্ষ)
Copyright © 2024 Samakalin Kagoj. All rights reserved.