ডেস্ক রিপোর্ট।।
‘প্রতিপক্ষের প্রতি হুমকি’ শীর্ষক যে প্রতিবেদন প্রকাশ করেছে মেটা তা সম্পূর্ণ মিথ্যা উল্লেখ করে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত এমপি বলেছেন, তাদের এ ধরনের কার্যক্রম চলতে থাকলে প্রয়োজনে ফেসবুক বন্ধ করে দেয়া হবে।
শনিবার (১ জুন) রাজধানীর গুলশান ক্লাবে নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (নোয়াব) আয়োজনে বেশ কয়েকটি সংবাদপত্রকে সম্মাননা প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, ফেসবুক মেটা যে প্রতিবেদনটি প্রকাশ করেছে সেটি একটি মিথ্যা মনগড়া প্রতিবেদন। তারা কাদেরকে দিয়ে এই অনুসন্ধানটি করিয়েছেন এবং কোন কোন পেজের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে সেই বিষয়ে এখনো কোনো সুনির্দিষ্ট এবং সুস্পষ্ট তথ্য নেই।
প্রতিমন্ত্রী আরও বলেন, এই প্রতিবেদনে বিরোধী দলীয় বিএনপিপন্থি কোনো পেজের নাম নেই। বিএনপির কর্মীরা নামে বেনামি অসংখ্য পেজ থেকে মিথ্যা বানোয়াট মনগড়া তথ্য ছড়ান। আমরা আনুষ্ঠানিকভাবে পুনরায় মেটাকে তদন্ত করে সুষ্ঠু প্রতিবেদন প্রকাশের জন্য চিঠি লিখব এবং এর পেছনে কারা কারা কাজ করেছে তাদের তালিকাও চাইব।
তথ্য প্রতিমন্ত্রী বলেন,যদি মেটার এধরনের কার্যক্রম চলতে থাকে প্রয়োজনে ভবিষ্যতে বাংলাদেশে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক বন্ধ করে দেয়া হবে।কারন বাংলাদেশে ফেসবুকের অসংখ্য গ্রাহক রয়েছে, যদি বাংলাদেশ থেকে এটা পুরোপুরি বন্ধ করে দেয়া হয় তাহলে মেটা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবে।
প্রসঙ্গত উল্লেখ্য যে, ভুয়া অ্যাকাউন্ট খুলে বিরোধীদের সম্পর্কে বিভ্রান্তিকর তথ্য অপপ্রচার ছড়ানোর দায়ে ৫০টি ফেসবুক অ্যাকাউন্ট সহ ৯৮টি পেজ বন্ধ করে দিয়েছে মেটা। এসব অ্যাকাউন্ট থেকে আওয়ামী লীগের প্রতিপক্ষ বিএনপি এবং দলটির নেতা-কর্মীদের বিরুদ্ধে বিভ্রান্তিকর মিথ্যা তথ্য ছড়ানো হতো বলে জানিয়েছে মেটা।এঘটনায় ‘প্রতিপক্ষের প্রতি হুমকি’ শীর্ষক প্রতিবেদনে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা এই সকল বিষয়টি তুলে ধরেছে।
Chief Adviser-...
Adviser- Mohammad Kamrul Islam,
Editor & publisher- Mohammad Islam.
Head office:-Motijheel C/A, Dhaka-1212, Corporate office:-B.B Road ,Chasara,
Narayanganj-1400,✆-02-47650077,02-2244272 Cell:+88-01885-000126.
web:www.samakalinkagoj.com. News-samakalinkagoj@gmail.com, advertisements-ads.samakalinkagoj@gmail.com,
✆+8801754-605090(Editor).সম্পাদক ও প্রকাশক কর্তৃক ১৮০,ফকিরাপুল পানির টাংকির গলি,মতিঝিল বা/এ, ঢাকা অবস্থিত 'জননী প্রিন্টার্স' ছাপাখানা হতে মুদ্রিত, ◑ রেজি ডি/এ নং-৬৭৭৭, All Rights Reserved ©Daily samakalin kagoj paper authority সর্বস্বত্ব সংরক্ষিত ©দৈনিক সমকালীন কাগজ পত্রিকা কর্তৃপক্ষ।
Copyright © 2025 Daily Samakalin Kagoj. All rights reserved.