প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ২১, ২০২৫, ৮:৪২ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ৩০, ২০২৪, ৫:৫৬ পি.এম
মসজিদ-মাদ্রাসার সম্পত্তি মৌরসীর দাবির প্রতিবাদে মানববন্ধন

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারের কুলাউড়া মনসুর মোহাম্মদিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসা ও মসজিদের ওয়াকফকৃত সম্পত্তি আখদ্দছ আলী মৌরশী দাবী করায় প্রতিবাদ সভা ও মানববন্ধন করেছেন গ্রামবাসী। জেলার কুলাউড়া উপজেলার কাদিপুর ইউনিয়নের মনসুর মোহাম্মদিয়া সিনিয়র মাদ্রাসার সামনে শুক্রবার বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা। গ্রামের সাধারণ মানুষ থেকে শুরু করে এলাকার তরুণ সমাজও নিজ ব্যানারে মানববন্ধনে অংশগ্রহণ করেন।
জানা যায়, মাদ্রাসা ও মসজিদ কর্তৃপক্ষ বিগত ৭৬ বছর যাবৎ এ জায়গা ভোগ করে আসছেন।
মাদ্রাসার গভর্নিং বডির সদস্য ও মসজিদ কমিটির যুগ্ন সাধারণ সম্পাদক সাইফুর রহমানের পরিচালনায় এ সময় বক্তব্যে রাখেন মাদ্রাসার গভর্নিং বডির সহ-সভাপতি ও ইউপি সদস্য সাতির মিয়া, মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম জহির, সহ-সভাপতি হারুন মিয়া ও মাদ্রাসার গভর্নিং বডির সদস্য আব্দুল মোহিত বাবলু সহ গণ্যমান্য ব্যক্তি বর্গ ও সাধারণ মানুষ।
গভর্নিং বডির সহ-সভাপতি সাতির মিয়া অবৈধ দখলের প্রতিবাদ জানিয়ে বলেন, ভুমি দস্যু আকদ্দছ আলীর মূলবাড়ী জুড়ী উপজেলার ফুলতলা ইউনিয়নের বটুলি গ্রামে। সে মসজিদ ও মাদ্রাসার নামে ওয়াকফকৃত প্রায় তিন একর ৩৭ শতাংশ সম্পতি অবৈধ দখলের চেষ্টায় লিপ্ত ও কুদৃষ্টি এ ভূমি দস্যুর।
এছাড়াও বক্তরা বলেন, ভুমিদস্যূ আখদ্দছ আলী আইন অমান্য করে ওয়াকফকৃত সম্পত্তি জবরদখলর করে আছে। গ্রামবাসী ওয়াকফকৃত এই বাড়ীসহ প্রায় ৩ একর ৩৭ শতাংশ সম্পত্তি উদ্ধারে স্থানীয় প্রশাসন সহ সরকারের উধর্তন কর্তৃপক্ষের সহযোগিতা ও হস্তক্ষেপ কামনা করেন।
Chief Adviser-...
Adviser- Mohammad Kamrul Islam,
Editor & publisher- Mohammad Islam.
Head office:-Motijheel C/A, Dhaka-1212, Corporate office:-B.B Road ,Chasara,
Narayanganj-1400,✆-02-47650077,02-2244272 Cell:+88-01885-000126.
web:www.samakalinkagoj.com. News-samakalinkagoj@gmail.com, advertisements-ads.samakalinkagoj@gmail.com,
✆+8801754-605090(Editor).সম্পাদক ও প্রকাশক কর্তৃক ১৮০,ফকিরাপুল পানির টাংকির গলি,মতিঝিল বা/এ, ঢাকা অবস্থিত 'জননী প্রিন্টার্স' ছাপাখানা হতে মুদ্রিত, ◑ রেজি ডি/এ নং-৬৭৭৭, All Rights Reserved ©Daily samakalin kagoj paper authority সর্বস্বত্ব সংরক্ষিত ©দৈনিক সমকালীন কাগজ পত্রিকা কর্তৃপক্ষ।
Copyright © 2025 Samakalin Kagoj. All rights reserved.