সাবেক কর্মকর্তাদের জড়িয়ে গণমাধ্যমে খবর প্রকাশে পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে..!
অনলাইন ডেস্ক।।
সাম্প্রতিক সময়ে বাংলাদেশ পুলিশের একাধিক সাবেক উর্ধতন কর্মকর্তার সম্পদের বিষয়ে গণমাধ্যমে আসা খবর নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের নেতারা।
গতকাল (২০ জুন) বৃহস্পতিবার পুলিশ সদর দপ্তর মিলনায়তনে অনুষ্ঠিত এ বিষয়ে অ্যাসোসিয়েশনের এক সভায় অংশ নেওয়া অনেক কর্মকর্তা এই ক্ষোভের কথা জানান। তাঁদের কারো কারো মতে এ ধরনের সংবাদ প্রকাশের সাথে জড়িত সকল ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ারও দাবি তোলেন তারা।
উক্ত সভায় অংশ নেয়া একাধিক কর্মকর্তার সঙ্গে কথা বলে এসকল তথ্য জানা গেছে।
বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের অনুষ্ঠিত সভা গতকাল বিকেল সাড়ে পাঁচটার দিকে শুরু হয়ে সন্ধ্যা সাড়ে সাতটা পর্যন্ত। সভায় ২০ জনেরও বেশি পুলিশ কর্মকর্তা আলোচনায় অংশ নেন। ঢাকার বাইরের কোনো পুলিশ কর্মকর্তাদের কেউ কেউ ভারচুয়ালি এ সভায় যুক্ত হন।
প্রসঙ্গত উল্লেখ্য যে, পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তাদের নিজের ও পরিবারের নামে জমি, বাড়ি, ফ্ল্যাটসহ জ্ঞাত আয়বহির্ভূত অস্বাভাবিক পরিমাণ সম্পত্তির মালিকানা নিয়ে বেশ কিছুদিন ধরে আলোচনায় আছেন পুলিশের সাবেক মহা-পরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ। সম্প্রতি আলোচনায় এসেছে অবসরপ্রাপ্ত আরেক কর্মকর্তা সাবেক ঢাকা মহানগর ডিএমপির কমিশনার মো. আসাদুজ্জামান মিয়া ও তাঁর পরিবারের সম্পদ।
সংশ্লিষ্ট একাধিক পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তার সঙ্গে কথা বলে জানা গেছে, বেনজীর আহমেদ ও আসাদুজ্জামান মিয়ার সম্পদের পরিমাণ ও মালিকানার বিষয়গুলো সামনে আসায় বিষয়টিকে অস্বস্তিকর মনে করছেন কোনো কোনো পুলিশ কর্মকর্তা।
কেউ কেউ এ বিষয়টিকে অতিরঞ্জিত করে পুলিশ বাহিনীর ভাবমূর্তির ক্ষুণ্ন করার চেষ্টা চালাচ্ছে। তাই এসকল বিষয়ে করণীয় বিষয়াবলী নিয়ে গতকাল বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়।
এ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল বলেন, এটা ছিলো মূলত অ্যাসোসিয়েশনের ঈদ-পরবর্তী সভা। এতে কেবল গণমাধ্যমে খবরের কারণে পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্নের বিষয়ে নয়, বিভিন্ন বিষয়ে আলোচনা ও পর্যালোচনা হয়েছে।
তবে সুত্র মতে জানা গেছে, পুলিশ এ্যাসোসিয়েশনের বৈঠকে একজন পুলিশ কর্মকর্তা দাবি তোলেন, যাঁরাই পুলিশের বিরুদ্ধে প্রতিবেদন করছেন, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক।অপর আরেকজন পুলিশ কর্মকর্তা বলেন, পুলিশের বিরুদ্ধে যাঁরা দাঁড়িয়েছেন, পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা দাবি তোলেন, তিনি আরও বলেন এসব যারা করেছে তাঁরা জামায়াত ও বিএনপির দোসর।
(Editor & Publisher)
Head office:-Motijheel C/A, Dhaka-1212,
Corporate office:-B.B Road ,Chasara, Narayanganj-1400, Tell-02-47650077,02-2244272 Cell:+88-01885-000124,01885-000126
web:www.samakalinkagoj.com. For news:(Online & Print)
samakalinkagojnews@gmail.com, news.samakalinkagoj@gmail.com
For advertisements:-ads.samakalinkagoj@gmail.com
For publisher & editor:-editorsamakalinkagoj@gmail.com. Cell: +8801754-605090(Editor)
☞Instagram.com/samakalinkagoj ☞ twitter.com/samakalinkagoj
সম্পাদক ও প্রকাশক কর্তৃক ১৮০,ফকিরাপুল পানির টাংকির গলি,মতিঝিল বা/এ, ঢাকা অবস্থিত 'জননী প্রিন্টার্স' ছাপাখানা হতে মুদ্রিত, ✪ রেজি ডি/এ নং-৬৭৭৭
© All Rights Reserved ©Daily samakalin kagoj paper authority>(© সর্বস্বত্ব সংরক্ষিত ©দৈনিক সমকালীন কাগজ পত্রিকা কর্তৃপক্ষ)
Copyright © 2025 Samakalin Kagoj. All rights reserved.