মঞ্চের আড়ালে শাকিবকে জাপটে ধরলেন পরীমণি, রহস্যের ধূম্রজালে তোলপাড়
- আপডেট সময়- ০৩:১৭:৩২ পূর্বাহ্ন, রবিবার, ৯ জুন ২০২৪ ৯৮ বার পড়া হয়েছে
বিনোদন ডেস্ক।।
সাড়াজাগানো চিত্রনায়িকা পরীমণি-শাকিব খান মানেই আলোচনা- সমালোচনার ঝড়।শাকিব-পরীমণি যেখানেই যান না কেনো,সেখানেই থাকেন আলোচনার একদম তুঙ্গে।আলোচনা- সমালোচনায় কেউ কারো চেয়ে কম নয়! এবারও তার ব্যাপ্তি হয়নি,দেশের জনপ্রিয় শীর্ষ নায়ক শাকিব খানকে দেখেই মঞ্চে আড়ালে জাপটে ধরে আবারও আলোচনায় নায়িকা পরীমণি।মঞ্চে পেছনে শাকিব-পরীর সেই ঝাপটে ধরার একান্ত ছবিগুলো মুহূর্তেই সোশ্যাল মিডিয়ায় এখন ভাইরাল।
ঘটনাটি ঘটেছে, শুক্রবার (৭ জুন) ঢাকা ফ্যাশন ডে ২০২৪-এর চোখ ধাঁধানো আয়োজনে হাজির হয়েছিলেন সিনে ইন্ডাস্ট্রিসহ ফ্যাশন দুনিয়ার নামিদামি সকল তারকারা। ফ্যাশন ডিজাইনার ও কোরিওগ্রাফার পিয়াল হোসেনের আয়োজনে প্রধান আকর্ষণ ছিলেন দেশের শীর্ষস্থানীয় হার্টথ্রব নায়ক শাকিব খান।এ অনুষ্ঠানে নায়ক শাকিবের সঙ্গে মঞ্চে হাঁটতে দেখা যায় পরীকেও। তবে মঞ্চের আড়ালে দেখা যায় অন্য চিত্র, দেখা হওয়ার সময় শাকিব-পরীমণি একে অপরকে ঝাপটে জড়িয়ে ধরেছিলেন। সেই ছবি নিয়েই এখন সামাজিক যোগাযোগ মাধ্যম ও মিডিয়ায় আলোচনা তুঙ্গে।
এছাড়াও বড় পর্দায় শাকিব-পরীকে ‘আরও ভালোবাসবো তোমায়’ ও ‘ধূমকেতু’ সিনেমায় দেখা গেছে। দুই জনপ্রিয় তারকাই বৈবাহিক জীবন নিয়ে নানা তিক্ত পরিস্থিতি মধ্যে দিয়ে পাড়ি দিয়েছেন।এদিকে নায়ক শাকিবের পরিবার থেকে নতুন করে পাত্রী খোঁজা হচ্ছে।অপরদিকে আদৌ পরী আবার বিয়ে করবেন কি না সেটি এখনও খোলাসা করেননি এ নায়িকা রয়েছে ধূম্রজাল।তবে অতীতের সকল গ্লানি ও প্রপাগান্ডা পেছনে ফেলে ক্যারিয়ারে নতুন করে নতুন রূপে নিজেদেরকে ফোকাস করতে চাইছেন এই দুই তারকা।এমনটাই শোনা যাচ্ছে মিডিয়া পাড়ায়।
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ