বিশেষ প্রতিবেদক।।
দেশের রপ্তানি বাণিজ্যে বিশেষ অবদান রাখায় ১৮৪ ব্যবসায়ীকে বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তি (সিআইপি) হিসেবে নির্বাচিত করে কার্ড দেওয়া হয়েছে। এদের মধ্যে রপ্তানিতে অবদানের স্বীকৃতি হিসেবে ১৪০ জন ও পদাধিকার বলে এফবিসিসিআইয়ের ৪৪ জন পরিচালক সিআইপি কার্ড পেয়েছেন। বাণিজ্য মন্ত্রণালয় ২০২২ সালের জন্য বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে তাঁদের নির্বাচিত করেছে।
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) জানিয়েছে, রাজধানীর র্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেনে বৃহস্পতিবার ১৮৪ জন ব্যবসায়ীদের হাতে এ সিআইপি কার্ড তুলে দেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম। বাণিজ্যসচিব তপন কান্তি ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) ভাইস চেয়ারম্যান এ এইচ এম আহসান ও ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সভাপতি মো. মাহবুবুল আলম। বাণিজ্য মন্ত্রণালয় ও ইপিবি যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে।
উল্লেখ্য যে, সিআইপি কার্ডধারী ব্যক্তিরা সচিবালয়ে প্রবেশের ক্ষেত্রে এই কার্ডকে বিশেষ পাস হিসেবে ব্যবহার করতে পারবেন। তাঁরা ব্যবসা-সংক্রান্ত ভ্রমণে বিমান, রেল, সড়ক ও নৌপথে সরকারি যানবাহনে সংরক্ষিত আসনে অগ্রাধিকার, বিমানবন্দরে ভিআইপি লাউঞ্জ-২ ব্যবহার, ব্যবসায়িক কাজে বিদেশ ভ্রমণের ভিসাপ্রাপ্তির জন্য পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে লেটার অব ইন্ট্রোডাকশন সুবিধা পাবেন।
অনুষ্ঠানে বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, রপ্তানি বাণিজ্যকে এগিয়ে নিতে বাণিজ্য মন্ত্রণালয় ব্যবসায়ীদের বিভিন্ন ধরনের সহায়তা দিয়ে আসছে। এরই অংশ হিসেবে প্রতিবছরের মতো এবারও সিআইপি কার্ড প্রদানের মাধ্যমে ব্যবসায়ীদের সম্মাননা জানানো হচ্ছে।রপ্তানিতে বিশেষ অবদান রেখে ২০২২ সালের জন্য দেশের শীর্ষ স্থানীয় শিল্পন্নোত এলাকা নারায়ণগঞ্জের পাঁচ বিশিষ্ট ব্যবসায়ীকে সিআইপি নির্বাচিত করে কার্ড প্রদান করেছেন। সিআইপি কার্ডধারীদের মধ্যে সর্বোচ্চ এগিয়ে আছে নারায়ণগঞ্জের ব্যাবসায়ীরা। যাঁরা নির্বাচিত সিআইপি নির্বাচিত হয়েছেন তাঁরা হলেন।
বাংলাদেশ নীটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) সভাপতি, সাংসদ সদস্য একেএম সেলিম ওসমান(এমপি), ফকির অ্যাপারেলসের ব্যাবস্থাপনা পরিচালক, ফকির মনিরুজ্জামান, ফকির নিটওয়্যার্সের ব্যাবস্থাপনা পরিচালক, ফকির আখতারুজ্জামান, মডেল ডি ক্যাপিটাল ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক, মাসদুজ্জামান এবং মেট্রো নিটিং অ্যান্ড ডাইং মিলস এর ব্যবস্থাপনা পরিচালক, অমল পোদ্দার।
◑ Chief Adviser-☞ Abu Jafor Ahamed babul ◑ Adviser☞ Mohammad Kamrul Islam
◑Editor & publisher-☞ Mohammad Islam ✪Head office:-Motijheel C/A, Dhaka-1212,
✪Corporate office:-B.B Road ,Chasara, Narayanganj-1400, ✆Tell-02-47650077,02-2244272 Cell:+88-01885-000126
◑web:www.samakalinkagoj.com. ✪For news:(Online & Print)samakalinkagojnews@gmail.com,
✪For advertisements:-ads.samakalinkagoj@gmail.com✪For Editor & publisher:-editorsamakalinkagoj@gmail.com.✆Cell: +8801754-605090(Editor)☞Instagram.com/samakalinkagoj ☞ twitter.com/samakalinkagoj
☞সম্পাদক ও প্রকাশক কর্তৃক ১৮০,ফকিরাপুল পানির টাংকির গলি,মতিঝিল বা/এ, ঢাকা অবস্থিত 'জননী প্রিন্টার্স' ছাপাখানা হতে মুদ্রিত, ✪ রেজি ডি/এ নং-৬৭৭৭
◑ All Rights Reserved ©Daily samakalin kagoj paper authority>(© সর্বস্বত্ব সংরক্ষিত ©দৈনিক সমকালীন কাগজ পত্রিকা কর্তৃপক্ষ)
Copyright © 2025 Daily Samakalin Kagoj. All rights reserved.