স্টাফ করেসপন্ডেন্ট।।
শতাধিক বীর মুক্তিযোদ্ধার হাতে বিশেষ ধরনের স্মার্ট কার্ড তুলে দিবেন নির্বাচন কমিশন (ইসি)।
আগামী ২৩ মে নির্বাচন ভবনে এক অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধাদের হাতে নাগরিক এ পরিচয়পত্র তুলে দেওয়া হতে পারে জানান তিনি।
ইসি কর্মকর্তারা জানান, দেশের জন্য জীবন বাজি রেখে যুদ্ধে অংশগ্রহণকারী জাতির এ সূর্যসন্তানদের সম্মানার্থে স্মার্ট কার্ডের ডিজাইনে কিছু পরিবর্তন এনে ‘বীর মুক্তিযোদ্ধা’ শব্দ দুটি নতুন করে যোগ করা হয়েছে।
জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের এক কর্মকর্তারা জানান, এ পর্যন্ত সহস্রাধিক বিশেষ স্মার্ট কার্ড বীর মুক্তিযোদ্ধাদের জন্য প্রস্তুত করা হয়েছে।
শতাধিক বীর মুক্তিযোদ্ধাকে আমন্ত্রণ জানিয়ে তাদের হাতে এ কার্ড তুলে দেওয়া হবে। এমনকি ক্রেস্ট দেওয়ার পরিকল্পনাও করা হয়েছে বলে জানান তিনি ।
পরবর্তী বাকিগুলো উপজেলা পর্যায়ে এ স্মার্ট কার্ড পর্যাক্রমে বিতরণ করা হবে।
জানা গেছে, ইতোমধ্যে বঙ্গভবনে গিয়ে রাষ্ট্রপতির কাছে বীর মুক্তিযোদ্ধা খচিত তার স্মার্টকার্ডটি পৌঁছে দিয়েছেন ইসি সচিব মো. জাহাংগীর আলম।
এর আগে ২০২২ সালে কেএম নূরুল হুদার কমিশন রাজধানীর একটি হোটেলে আনুষ্ঠানিক ভাবে প্রায় ১০০ জন মুক্তিযোদ্ধার হাতে এ কার্ড তুলে দিয়ে কার্যক্রমটির উদ্বোধন করেন। এরপর মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালযয়ের সঙ্গে পরামর্শ না করে এই উদ্যোগ নেওয়ায় তা থেমে যায়।
এর পরবর্তীতে কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন বর্তমান কমিশন সে উদ্যোগকেই পূনরায় পুনরুজ্জীবিত করলেন। বর্তমানে মাঠপর্যায়ে আবেদনের পরিপ্রেক্ষিতে এ কার্ড সরবরাহ করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন( ইসি)।
Chief Adviser-...
Adviser- Mohammad Kamrul Islam,
Editor & publisher- Mohammad Islam.
Head office:-Motijheel C/A, Dhaka-1212, Corporate office:-B.B Road ,Chasara,
Narayanganj-1400,✆-02-47650077,02-2244272 Cell:+88-01885-000126.
web:www.samakalinkagoj.com. News-samakalinkagoj@gmail.com, advertisements-ads.samakalinkagoj@gmail.com,
✆+8801754-605090(Editor).সম্পাদক ও প্রকাশক কর্তৃক ১৮০,ফকিরাপুল পানির টাংকির গলি,মতিঝিল বা/এ, ঢাকা অবস্থিত 'জননী প্রিন্টার্স' ছাপাখানা হতে মুদ্রিত, ◑ রেজি ডি/এ নং-৬৭৭৭, All Rights Reserved ©Daily samakalin kagoj paper authority সর্বস্বত্ব সংরক্ষিত ©দৈনিক সমকালীন কাগজ পত্রিকা কর্তৃপক্ষ।
Copyright © 2025 Samakalin Kagoj. All rights reserved.