স্টাফ করেসপন্ডেন্ট।।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব হলেন দৈনিক আমাদের নতুন সময়ের এমিরেটাস এডিটর মো. নাঈমুল ইসলাম খান।
গত ২৮ মে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে চুক্তি ভিত্তিক এই নিয়োগের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে একটি চিঠি পাঠানো হয়েছে বলে প্রকাশ।
ওই চিঠিতে বলা হয়, সচিব পদমর্যাদায় নাঈমুল ইসলাম খানের নিয়োগের বিষয়টি যথাযথ কর্তৃপক্ষ অনুমোদন দিয়েছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দুই একদিনের মধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ বিষয়ে চূড়ান্ত প্রজ্ঞাপন দেয়া হবে।
প্রসঙ্গে উল্লেখ যে, গত ১০ মার্চ প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম হেলাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তারপর থেকেই এ পদটি শূন্য রয়েছে।
তবে এই পদে কাকে নিয়োগ দেয়া হচ্ছে, তা নিয়ে নানা জল্পনা ছিলো।তারই অবসান ঘটিয়ে তাকে চুক্তিভিত্তিক নিয়োগের সিদ্ধান্ত গৃহীত হয়।
১৯৯০ থেকে ১৯৯২ সাল পর্যন্ত সম্পাদক হিসেবে আজকের কাগজে দায়িত্ব পালন করেছিলেন নাঈমুল ইসলাম খান।এরপর ১৯৯২ সালে তিনি দৈনিক ভোরের কাগজের সম্পাদকের দায়িত্ব পালন করেছেন।
১৯৯২ সালে ভোরের কাগজে থেকে পদত্যাগ করার পর তিনি বাংলাদেশ ‘সেন্টার ফর ডেভেলপমেন্ট জার্নালিজম অ্যান্ড কমিউনিকেশন (বিসিডিজেসি)’ নামে একটি সংগঠন পরিচালনা করেন। ২০০২ সালে তিনি উপদেষ্টা সম্পাদক হিসেবে নিয়োগের পর আজকের কাগজে দায়িত্ব পালন করেন।
২০০৭ সালে তিনি ‘দৈনিক আমাদের সময়’ পত্রিকার সম্পাদনা শুরু করেন। এরপর তিনি দৈনিক ‘আমাদের নতুন সময়’, আমাদের অর্থনীতি’সহ বেশ কয়েকটি পত্রিকার সম্পাদকের দায়িত্ব পালন করেন।
Chief Adviser-...
Adviser- Mohammad Kamrul Islam,
Editor & publisher- Mohammad Islam.
Head office:-Motijheel C/A, Dhaka-1212, Corporate office:-B.B Road ,Chasara,
Narayanganj-1400,✆-02-47650077,02-2244272 Cell:+88-01885-000126.
web:www.samakalinkagoj.com. News-samakalinkagoj@gmail.com, advertisements-ads.samakalinkagoj@gmail.com,
✆+8801754-605090(Editor).সম্পাদক ও প্রকাশক কর্তৃক ১৮০,ফকিরাপুল পানির টাংকির গলি,মতিঝিল বা/এ, ঢাকা অবস্থিত 'জননী প্রিন্টার্স' ছাপাখানা হতে মুদ্রিত, ◑ রেজি ডি/এ নং-৬৭৭৭, All Rights Reserved ©Daily samakalin kagoj paper authority সর্বস্বত্ব সংরক্ষিত ©দৈনিক সমকালীন কাগজ পত্রিকা কর্তৃপক্ষ।
Copyright © 2025 Samakalin Kagoj. All rights reserved.