দ্বিতীয় ধাপে তিন উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ী যারা
বিশেষ প্রতিনিধি।।
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় হাবিবুর রহমান, আড়াইহাজারপ সাইফুল ইসলাম স্বপন এবং সোনারগাঁয়ে মাহফুজুর রহমান কালাম বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
রূপগঞ্জ ও আড়াইহাজার উপজেলায় ভাইস চেয়ারম্যান এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় ২জন করে ৪জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
মঙ্গলবার (২১ মে) উপজেলা নির্বাচন অনুষ্ঠানের দ্বিতীয় ধাপে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অবাধ সুষ্ঠু নিরপেক্ষ ভোট গ্রহন শেষে, রাতে দায়িত্বরত রিটার্নিং কর্মকর্তা ও নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) সাকিব আল রাব্বি এ ফলাফল ঘোষনা করেছেন।
রূপগঞ্জে যারা নির্বাচিত হয়েছেন:
এবার রূপগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি হাবিবুর রহমান দোয়াত-কলম প্রতীক নিয়ে ১ লাখ ১৮ হাজার ৬৪১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী আবু হোসেন ভুইয়া রানু আনারস প্রতীক পেয়েছেন ২১ হাজার ২৫৪ ভোট।
এছাড়াও বিনা প্রতিদ্বন্দ্বিতায় ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন মিজানুর রহমান ও মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত ফরদৌসী আক্তার রিয়া।
আড়াইহাজারে যারা নির্বাচিত হয়েছেন:
আড়াইহাজার উপজেলা পরিষদ নির্বাচনে সাবেক ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান সাইফুল ইসলাম স্বপন ঘোড়া প্রতীক নিয়ে ১ লাখ ১৫ হাজার ২৫২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মো. শাহাজালাল মিয়া দোয়াত-কলম প্রতীকে পেয়েছেন ১৩ হাজার ১৩২ ভোট।
এ উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে দ্বিতীয়বারের মতো ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাহিদা মোশারফ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
সোনারগাঁয়ে যারা নির্বাচিত:
সোনারগাঁ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান কালাম ঘোড়া প্রতীক নিয়ে ৮৩ হাজার ৮৬৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী সাবেক ভাইস চেয়ারম্যান বাবুল ওমর বাবু আনারস প্রতীকে পেয়েছেন ৭৫ হাজার ৭৪৮ ভোট।
এছাড়াও ভাইস চেয়ারম্যান পদে ৩৮ হাজার ৯৬২ ভোট পেয়ে তালা প্রতীক নিয়ে মাসুম চৌধুরী বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে ফুটবল প্রতীকে ফরিদা পারভিন শ্যামলী ৫২ হাজার ৩১৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তবে নির্বাচনে বড় কোন ধরনের সহিংসতা ও অপ্রীতিকর ঘটনা ঘটেনি।বিক্ষিপ্ত দুই একটা ঘটনা ছাড়া।
Chief Adviser-...
Adviser- Mohammad Kamrul Islam,
Editor & publisher- Mohammad Islam.
Head office:-Motijheel C/A, Dhaka-1212, Corporate office:-B.B Road ,Chasara,
Narayanganj-1400,✆-02-47650077,02-2244272 Cell:+88-01885-000126.
web:www.samakalinkagoj.com. News-samakalinkagoj@gmail.com, advertisements-ads.samakalinkagoj@gmail.com,
✆+8801754-605090(Editor).সম্পাদক ও প্রকাশক কর্তৃক ১৮০,ফকিরাপুল পানির টাংকির গলি,মতিঝিল বা/এ, ঢাকা অবস্থিত 'জননী প্রিন্টার্স' ছাপাখানা হতে মুদ্রিত, ◑ রেজি ডি/এ নং-৬৭৭৭, All Rights Reserved ©Daily samakalin kagoj paper authority সর্বস্বত্ব সংরক্ষিত ©দৈনিক সমকালীন কাগজ পত্রিকা কর্তৃপক্ষ।
Copyright © 2025 Samakalin Kagoj. All rights reserved.