বিশেষ প্রতিবেদক।।
ঝিনাইদহ-৪ আসনের সাংসদ আনোয়ারুল আজীম আনার বাংলাদেশের কিছু অপরাধী চক্রের হাতে নৃশংসভাবে খুন হয়েছেন বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ।
বুধবার(২২মে) দুপুর সোয়া ২টার দিকে রাজধানীর মিন্টো রোডের ডিবির প্রধান কার্যালয়ে সাংবাদিকদের তিনি এসব কথা জানান।
ডিবি পুলিশ প্রধান বলেন, কালীগঞ্জের ও ঝিনাইদহের তিনবারের সংসদ সদস্য আনোয়ারুলের আজীমের ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।
তিনি আরও বলেন, এটি একটি নিষ্ঠুর পূর্ব পরিকল্পিত হত্যাকাণ্ড। এটি পারিবারিক, আর্থিক, নাকি এলাকার কোনো দুর্বৃত্তকে দমন করার জন্য হয়েছে, তা আমরা তদন্ত করে খতিয়ে দেখছি। বিষয়টি নিয়ে আমরা নিবিড়ভাবে ভারতীয় পুলিশের সঙ্গে একত্রে কাজ করছি। সার্বক্ষনিক তাদের সঙ্গে যোগাযোগ হচ্ছে। অনেক ধরনের তথ্য পাচ্ছি। তবে তদন্তের স্বার্থে সেসব বিষয় আমরা এখনি বলতে চাচ্ছি না।
ডিএমপির এই অতিরিক্ত কমিশনার বলেন, সংসদ ভবন এলাকা থেকে সংসদ সদস্য আনোয়ারুল ভারতের উদ্দেশে রওনা হয়েছেন। এ জন্য শেরে বাংলা নগর থানায় আজকের মধ্যেই মামলা হবে। তার মেয়ে মামলা করতে সহযোগিতা ও পরামর্শের জন্য আমাদের কাছে এসেছেন। আমরা তার মেয়েকে মামলা করতে সর্বাত্নক সহযোগিতা করব।
তিনি আরও বলেন, একজন সংসদ সদস্যকে বাংলাদেশের কিছু অপরাধী চক্র নৃশংসভাবে যেভাবে হত্যা করেছে তা অত্যান্ত হৃদয় বিদারক , আমরা তাদের কয়েকজনকে ইতোমধ্যে আইনের আওতায় নিয়ে এসেছি। তদন্তের স্বার্থে আমরা আটক ব্যক্তিদের নাম প্রকাশ করছি না। বাকিদেরও দ্রুততম সময়ে আইনের আওতায় আনা হবে।
এমপি আনোয়ারুল আজীমের লাশ উদ্ধার হয়েছে কি না, এমন প্রশ্নের কোনো উত্তর দেননি ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা প্রধান) মোহাম্মদ হারুন অর রশীদ।
এর আগে সংসদ সদস্য আজিমের মেয়ে মুমতারিন ফেরদৌস ডিবি কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। তিনি তার বাবার খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
Editor & Publisher-MSI
Head office:-Motijheel C/A, Dhaka-1212,
Corporate office:-B.B Road ,Chasara, Narayanganj-1400, Tell-02-47650077,02-2244272 Cell:+88-01885-000124,01885-000126
web:www.samakalinkagoj.com. For news:(Online & Print)
samakalinkagojnews@gmail.com, news.samakalinkagoj@gmail.com
For advertisements:-ads.samakalinkagoj@gmail.com
For publisher & editor:-editorsamakalinkagoj@gmail.com. Cell: +8801754-605090(Editor)
☞Instagram.com/samakalinkagoj ☞ twitter.com/samakalinkagoj
সম্পাদক ও প্রকাশক কর্তৃক ১৮০,ফকিরাপুল পানির টাংকির গলি,মতিঝিল বা/এ, ঢাকা অবস্থিত 'জননী প্রিন্টার্স' ছাপাখানা হতে মুদ্রিত, ✪ রেজি ডি/এ নং-৬৭৭৭
© All Rights Reserved ©Daily samakalin kagoj paper authority>(© সর্বস্বত্ব সংরক্ষিত ©দৈনিক সমকালীন কাগজ পত্রিকা কর্তৃপক্ষ)
Copyright © 2024 Samakalin Kagoj. All rights reserved.