স্টাফ করেসপন্ডেন্ট।।
ফের নারায়ণগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসির পুরস্কার পেয়েছেন আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) মোহাম্মদ আহসান উল্লাহ।
মঙ্গলবার (৩০ এপ্রিল) জেলা পুলিশের পক্ষ্যে মাসিক কল্যাণ সভায় জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল পিপিএম (বার) তার নিজ হাতে এ পুরস্কারের নির্ধারিত ক্রেস্ট তুলে দেন ।মূলত ডাকাত ও মাদক প্রতিরোধে আইনশৃংখলার উন্নতি অব্যাহত অবদান রাখায় মোহাম্মদ আহসান উল্লাহকে জেলার শ্রেষ্ঠ ওসির পুরস্কার দেয়া হয়।
প্রসঙ্গত উল্লেখ্য যে, একসময় আড়াইহাজার থানা এলাকাটি ডাকাতি ও মাদকের স্বর্গরাজ্য হিসেবে সুপরিচিত ছিল। গত ৯ অক্টোবর ২০২৩ সালে ওসি আহসান উল্লাহ আড়াইহাজার থানায় যোগদান করার পর থেকে আইনশৃংখলা পরিস্থিতির ব্যাপক উন্নতি হয়। প্রতিটি পাড়ায় মহল্লায় চিরুনি অভিযান পরিচালনা করে তালিকাভুক্ত সন্ত্রাসী, মাদক ব্যবসায়ীদের পর্যায়ক্রমে গ্রেফতার করা হয়।এসময় উদ্ধার করা হয় নগদ অর্থ সহ মাদক ও ডাকাতির অস্ত্র। এরই মধ্যে গত মার্চ মাসে ৭৩ কেজি গাঁজা, ১৫০ পিছ ইয়াবা, ১৫০০ পুড়িয়া হেরোইন, ৫০ লিটার চোলাইমদ, ১২ টি চোরাই অটো রিকশা উদ্ধার, অপহরনের ভিকটির উদ্ধার ৩ জন, হারানো ২২ টি মোবাইল ফোন উদ্ধার সহ মোট ১১৭ জন ওয়ারেন্টভুক্ত মাদক ও জুয়ার আসামী গ্রেফতার করতে সক্ষম হয়। এছাড়াও এ থানায় শীর্ষ তালিকাভুক্ত মাদকের সম্রাট বালিয়াপাড়ার সোহেল মেম্বারসহ তার পিতাকে গ্রেফতার আইনের কাজে সোপর্দ করা হয় । এর আগে গত ২৮ মার্চ ওসি মোহাম্মদ আহসান উল্লাহ ১ম বার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে পুরস্কৃত হয়েছেন এবার ২য় বারের মতো শ্রেষ্ঠত্ব অর্জন করে ।
Chief Adviser-...
Adviser- Mohammad Kamrul Islam,
Editor & publisher- Mohammad Islam.
Head office:-Motijheel C/A, Dhaka-1212, Corporate office:-B.B Road ,Chasara,
Narayanganj-1400,✆-02-47650077,02-2244272 Cell:+88-01885-000126.
web:www.samakalinkagoj.com. News-samakalinkagoj@gmail.com, advertisements-ads.samakalinkagoj@gmail.com,
✆+8801754-605090(Editor).সম্পাদক ও প্রকাশক কর্তৃক ১৮০,ফকিরাপুল পানির টাংকির গলি,মতিঝিল বা/এ, ঢাকা অবস্থিত 'জননী প্রিন্টার্স' ছাপাখানা হতে মুদ্রিত, ◑ রেজি ডি/এ নং-৬৭৭৭, All Rights Reserved ©Daily samakalin kagoj paper authority সর্বস্বত্ব সংরক্ষিত ©দৈনিক সমকালীন কাগজ পত্রিকা কর্তৃপক্ষ।
Copyright © 2025 Samakalin Kagoj. All rights reserved.