মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে টর্চার সেলের চিত্র ভাইরাল: ঘটনা ধামাচাপা দিতে দৌড়ঝাপ!
বিশেষ প্রতিনিধি।।
চিকিৎসা বিজ্ঞানে মাদকাসক্ত রোগীকে দেখা হয় মানসিক রোগ হিসেবে। অথচ হৃদয় বিদারক এমনি একটি ঘটনা ঘটেছে নারায়নগঞ্জ জেলার ফতুল্লার পাগলার নন্দলালপুরে অবস্থিত 'চাদের আলো' নামক একটি মাদকসক্ত নিরাময় ও পূর্ণ নির্বাসন কেন্দ্রে। এ নিরাময় কেন্দ্রে চিকিৎসার নামে ভয়ংকর নির্মমতার চিত্র সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ইতোমধ্যে ভাইরাল হয়েছে।
ওই ভিডিওতে স্পষ্টতই দেখা যাচ্ছে রোগীর চিকিৎসা চলছে আবদ্ধ কক্ষে শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়ে। শারিরীক ভাবে নির্যাতনের একটি ভাইরাল ভিডিও তে দেখা যাচ্ছে প্রতিষ্ঠানটির পরিচালক মাদক আক্তারুজ্জামান পাটোয়ারী চিকিৎসা নিতে আসা কয়েকজনকে বেদরক পিটিয়ে আহত করেছে। পাশাপাশি দেখা যাচ্চে আরেকজন রোগীকে বেডে শুইয়ে হাত- পা চেপে ধরে বেদড়ক পেটাচ্ছে। এ সময় ছেলেটি আল্লাহ আল্লাহ বলে চিৎকার করতে শুনা যায়। অপরদিকে সাদা গেঞ্জি লুঙ্গি পরিহিত কেন্দ্রটির পরিচালক আক্তারুজ্জামান পাটোয়ারী কে মারতে এবং গালাগাল করতে দেখা যায়। তবে ছেলেটির চিৎকারের শব্দ যাতে বাইরে শুনতে না পাওয়া যায় সেজন্য উচ্চ শব্দে গান বাজানো হচ্ছিলো ভিডিওটিতে।
এ ভিডিও ভাইরাল হওয়ার পর প্রতিষ্ঠানের পরিচালক আক্তারুজ্জামান এঘটনা ধামাচাপা সহ ভিন্ন ধারায় প্রবাহিত করতে নানান মহলে ধোড়ঝাপ করছে।
মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে চিকিৎসার নামে শারিরীক নির্যাতনের কোন নিয়ম রয়েছে কিনা জানতে চাইলে, এমন প্রশ্নের জবাবে নারায়নগঞ্জ জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ মামুন জানান, মাদকাসক্ত কোন রোগীকে মারধর করার কোন নিয়ম বা সুযোগ নেই মাদকাসক্ত নিরাময় কেন্দ্র গুলোতে। এ ঘটনার ভিডিওটি আমার নজরে আসছে। যদি কোন মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে এ রকম কোন ঘটনা ঘটে থাকে এবং প্রমাণিত হয় তাহলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে বলে তিনি জানান।
Chief Adviser-...
Adviser- Mohammad Kamrul Islam,
Editor & publisher- Mohammad Islam.
Head office:-Motijheel C/A, Dhaka-1212, Corporate office:-B.B Road ,Chasara,
Narayanganj-1400,✆-02-47650077,02-2244272 Cell:+88-01885-000126.
web:www.samakalinkagoj.com. News-samakalinkagoj@gmail.com, advertisements-ads.samakalinkagoj@gmail.com,
✆+8801754-605090(Editor).সম্পাদক ও প্রকাশক কর্তৃক ১৮০,ফকিরাপুল পানির টাংকির গলি,মতিঝিল বা/এ, ঢাকা অবস্থিত 'জননী প্রিন্টার্স' ছাপাখানা হতে মুদ্রিত, ◑ রেজি ডি/এ নং-৬৭৭৭, All Rights Reserved ©Daily samakalin kagoj paper authority সর্বস্বত্ব সংরক্ষিত ©দৈনিক সমকালীন কাগজ পত্রিকা কর্তৃপক্ষ।
Copyright © 2025 Daily Samakalin Kagoj. All rights reserved.