প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২২, ২০২৪, ৮:৪৩ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ২৫, ২০২৩, ১১:৫৫ এ.এম
নারায়ণগঞ্জে ট্রেনে কাটা পরে যুবকের মৃত্যু!
ট্রেনে কাটা পরে দুই পা বিচ্ছিন্ন যন্ত্রনায় কাতরানো যুবককে উদ্ধার করেও বাঁচাতে পারলো না পুলিশ!
বিশেষ প্রতিনিধি।।
নারায়ণগঞ্জে চাষাঢ়ায় ট্রেনের কাটা পড়ে সুমন (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৫ আগস্ট) সকাল সোয়া ৮টায় শহরের চাষাড়ার বালুরমাঠ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সুমন সদর উপজেলার ফতুল্লা থানার মাসদাইর জামালের গ্যারেজ এলাকার বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীরা ঘটনার বরাত দিয়ে জানান, রেললাইন দিয়ে হেঁটে পারাপারের সময় নারায়ণগঞ্জ স্টেশন থেকে ঢাকাগামী একটি ট্রেনের নিচে পড়ে সুমনের দুই পা কেটে বিচ্ছিন্ন হয়ে যায়। এ সময় তার শরীর থেকে দুই পা বিচ্ছিন্ন হয়ে প্রচুর রক্তক্ষরণ হতে থাকে এবং রেললাইনের পাশে মাটিতে পরে যন্ত্রণায় কাতরাতে থাকে।
খবর পেয়ে নারায়ণগঞ্জ রেলওয়ে ফাঁড়ি পুলিশ গুরুতর আহতাবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত তম সময়ে সদর জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে নারায়ণগঞ্জ রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক নূর মোহাম্মদ বলেন, ট্রেনে ওই যুবক কাটা পড়ার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাকে জীবিত অবস্থায় পাই। এ সময় সে তার নাম সুমন ও ঠিকানা জামালের গ্যারেজ এলাকায় বলে আমাদের জানিয়ে জ্ঞান হারিয়ে ফেলে। পরে আমরা তাকে দ্রুত সদর জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক ছেলেটিকে মৃত ঘোষণা করেন।’
তিনি আরও জানান, ছেলেটি হাফপ্যান্ট পরা অবস্থায় ছিল এবং গায়ে কোনো জামাকাপড় ছিল না। ধারণা করা হচ্ছে, নিহত যুবক মাদকাসক্ত বা মানসিক ভারসাম্যহীন ছিল। আমরা তার স্বজনদের কাছে খবর পৌঁছাতে যোগাযোগের চেষ্টা করছি। তবে এখনও পর্যন্ত কেউ নিহত যুবকের খোঁজও নিতে আসেনি। মরদেহটি ময়নাতদন্তের জন্য সদর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
(Editor & Publisher)
Head office:-Motijheel C/A, Dhaka-1212,
Corporate office:-B.B Road ,Chasara, Narayanganj-1400, Tell-02-47650077,02-2244272 Cell:+88-01885-000124,01885-000126
web:www.samakalinkagoj.com. For news:(Online & Print)
samakalinkagojnews@gmail.com, news.samakalinkagoj@gmail.com
For advertisements:-ads.samakalinkagoj@gmail.com
For publisher & editor:-editorsamakalinkagoj@gmail.com. Cell: +8801754-605090(Editor)
☞Instagram.com/samakalinkagoj ☞ twitter.com/samakalinkagoj
সম্পাদক ও প্রকাশক কর্তৃক ১৮০,ফকিরাপুল পানির টাংকির গলি,মতিঝিল বা/এ, ঢাকা অবস্থিত 'জননী প্রিন্টার্স' ছাপাখানা হতে মুদ্রিত, ✪ রেজি ডি/এ নং-৬৭৭৭
© All Rights Reserved ©Daily samakalin kagoj paper authority>(© সর্বস্বত্ব সংরক্ষিত ©দৈনিক সমকালীন কাগজ পত্রিকা কর্তৃপক্ষ)
Copyright © 2024 Samakalin Kagoj. All rights reserved.