প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ৩, ২০২৫, ৪:০৯ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ১, ২০২৩, ৫:৪১ পি.এম
ঢাকা-নারায়ণগঞ্জে ট্রেন চলাচল শুরু, সময়সূচিতে কিছুটা দূর্ভোগ!

নিজস্ব প্রতিবেদক।।
দীর্ঘ দিন বন্ধ থাকা প্রায় ৮ মাস পর ঢাকা-নারায়ণগঞ্জ রেল যোগাযোগ চালু। এর ফলে জনদূর্ভোগ অনেকটা লাঘব হবে যাত্রীদের, যোগাযোগ ব্যবস্থায় ফিরবে স্বস্থি।
নারায়ণগঞ্জে দায়িত্বরত স্টেশন মাস্টার কামরুল ইসলাম জানান, আজ ১লা আগস্ট থেকে ঢাকা-নারায়নগঞ্জ ট্রেন চলাচল পুনরায় শুরু হয়েছে।
প্রথমে মোট ৮টি ট্রেন ১৬ বার আপ-ডাউন করবে বলে জানান তিনি।
নতুন বেধে দেয়া সময় সূচি অনুযায়ী, নারায়ণগঞ্জ থেকে প্রথম ট্রেন গেন্ডারিয়া হয়ে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে ভোর ৬টা ৫ মিনিটে। দ্বিতীয় ট্রেন সকাল সোয়া ৮টায়, তৃতীয়টি বেলা ১০ টা ২৫, চতুর্থটি দুপুর ১২টা ৩৫, পঞ্চম দুপুর ২ টা ৪৫, ষষ্ঠ বিকাল সোয়া ৫টা, সপ্তম সন্ধ্যা ৭টা ২৫ এবং অষ্টম শেষ ট্রেন ছাড়বে রাত ৯টা ৩৫ মিনিটে।
স্টেশন কর্তৃপক্ষ তথ্য মতে , গেন্ডারিয়া, ফতুল্লা, শ্যামপুর ও পাগলা স্টেশনে ২/৫ মিনিট করে থামবে এসব ট্রেন গুলো।
তবে নতুন সময়সূচিতে যাত্রীদের অভিযোগ রয়েছে ট্রেন চলাচলের নিয়ে।
পদ্মা সেতু রেললিংক প্রকল্পের আওতায় ঢাকা থেকে গেন্ডারিয়ার মধ্যে তিনটি রেললাইনের নির্মাণ কাজের কারনে ২০২২ সালের ৪ ডিসেম্বর ঢাকা-নারায়ণগঞ্জ পথে ট্রেন চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় রেলওয়ে কর্তৃপক্ষ।
দীর্ঘ প্রায় ৮ মাস রেল যোগাযোগ বন্ধ থাকার পর ১ আগস্ট থেকে জনগণের চাহিদা পূরনে পুনরায় চালু করার সিদ্ধান্ত দেওয়া হয়।
প্রসঙ্গত,গত ২৫ জুলাই রেলমন্ত্রী নূরুল ইসলাম নারায়ণগঞ্জ পরিদর্শনে এসে এক সংক্ষিপ্ত বক্তব্যে গণমাধ্যমকে বলেছিলেন, ‘ঢাকা সিটি কর্পোরেশন এলাকার অনেক রেলক্রসিং উন্নয়ন, ঢাকা-নারায়ণগঞ্জ ডাবল লাইন রেলপথ নির্মাণ প্রকল্পের ঠিকাদার প্রত্যাহারসহ বিভিন্ন কারণে পূর্বনির্ধারিত সিদ্ধান্ত অনুযায়ী সঠিক সময়ে রেলপথটির কাজ সম্পন্ন করে লাইনটি পুনরায় চালু করতে কিছুটা বিলম্ব হচ্ছে। আশা করছি আমরা ১ আগস্ট থেকে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে ট্রেন চলাচল পূর্ণরায় চালু করার পদক্ষেপ গ্রহন করেছি।
Chief Adviser-...
Adviser- Mohammad Kamrul Islam,
Editor & publisher- Mohammad Islam.
Head office:-Motijheel C/A, Dhaka-1212, Corporate office:-B.B Road ,Chasara,
Narayanganj-1400,✆-02-47650077,02-2244272 Cell:+88-01885-000126.
web:www.samakalinkagoj.com. News-samakalinkagoj@gmail.com, advertisements-ads.samakalinkagoj@gmail.com,
✆+8801754-605090(Editor).সম্পাদক ও প্রকাশক কর্তৃক ১৮০,ফকিরাপুল পানির টাংকির গলি,মতিঝিল বা/এ, ঢাকা অবস্থিত 'জননী প্রিন্টার্স' ছাপাখানা হতে মুদ্রিত, ◑ রেজি ডি/এ নং-৬৭৭৭, All Rights Reserved ©Daily samakalin kagoj paper authority সর্বস্বত্ব সংরক্ষিত ©দৈনিক সমকালীন কাগজ পত্রিকা কর্তৃপক্ষ।
Copyright © 2025 Daily Samakalin Kagoj. All rights reserved.