সর্বশেষঃ
নেট দুনিয়ায় ভাইরাল শামীম ওসমান দম্পতির নাচের ভিডিও!
প্রতিনিধির নাম
- আপডেট সময়- ০৬:২৪:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ১০ জুলাই ২০২৩ ২৩২ বার পড়া হয়েছে
আজ প্রভাবশালী সাংসদ শামীম ওসমান দম্পতির ৩৬তম বিবাহ বার্ষিকী.
নারায়ণগঞ্জ প্রতিনিধি।।
নারায়ণগঞ্জ-৪ আসনের একাধিকবার নির্বাচিত প্রভাবশালী সাংসদ শামীম ওসমান দম্পতির বিয়ের তিন যুগ পূর্ণ হলো এরই মধ্যে ।
আজ সোমবার(১০ জুলাই) তাদের ৩৬তম বিবাহবার্ষিকীতে ৩৬ পেরিয়ে ৩৭শে পদার্পন করলেন।
হঠাৎ করে সকলকে চমকে দিয়ে ঠিক ১২টা ১ মিনিটে পরিবারের সদস্যদের সকলকে নিয়ে কেক কাটেন এ দম্পতি।
কেক কাটার ঠিক আগমুহূর্তে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক লাইভে এসে এ দম্পতির একমাত্র পুত্র অয়ন ওসমান তাদের আনন্দঘন বিবাহ বার্ষিকী মুহুর্তের একটি লাইভ ভিডিও প্রকাশ করেলে মূহুর্তের মধ্যে নেট দুনিয়ায় ছড়িয়ে ভাইরাল হয়ে যায়।
লাইভ ভিডিওতে দেখা যায়, শামীম ওসমান ও তার পত্নীর দুই কাঁধে হাত রেখে নেচে গেয়ে উচ্চ স্বরে মজা করে বলছেন ‘আহা কি মজা, আজ আমাদের বিয়ে, আজ আমাদের বিয়ে….। এসময় তাকে বলতে শোনা যায় ৩৬ বছর একজনকে নিয়ে একত্রে কাটালাম আল্লাহ আল্লাহ’। এর পরক্ষনেই বাবা-মায়ের বিবাহবার্ষিকীর শুভেচ্ছা জানান তাদের একমাত্র পুত্র অয়ন ওসমান।
এ সময় পরিবারের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন এ দম্পতি একমাত্র ছেলে অয়ন ওসমান,ছেলের বৌ ইরফানা আহমদ রাস্মী, একমাত্র নাতি যোহা ইফরাইম ওসমান আর্জিয়ান প্রমূখ।
লিঙ্ক দেখতে…
https://fb.watch/lHnvJxXkJG/?mibextid=Nif5oz
নিউজটি শেয়ার করুন
ট্যাগস:-
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ