অনুমোদনহীন অনলাইনের সাংবাদিককে পর্যক্ষেণ কার্ড না দেয়ার জন্য রিটার্নিং কর্মকর্তাকে নির্দেশ!
আড়াঁইহাজার(নারায়ণগঞ্জ) প্রতিনিধি।।
নারায়ণগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট মঞ্জুরুল হাফিজ স্পষ্ট করেই হুশিয়ারি করে বলেছেন,আসন্ন আড়াইহাজার পৌরসভার নির্বাচনে কমিশন ও জনগণকে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে বন্ধপরিকর জেলা প্রশাসন।
নারায়ণগঞ্জের আড়াইহাজার পৌর নির্বাচনে কোন ধরনের অনিয়ম ও দুর্নীতি কিছুতেই বরদাস্ত করা হবে না। কেউ যদি কোন ধরনের অনিয়ম করার চেষ্টা করে তাহলে তাকে সরাসরি জেলহাজতে পাঠানো হবে বলে হুশিয়ারি করেন ডিসি মঞ্জুরুল হাফিজ।
ডিসি আরও বলেন, নির্বাচন কমিশন স্বাধীনভাবে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন পরিচালনার জন্য সব ধরনের পদক্ষেপ গ্রহণ করেছে। ভোটাররা যাতে নির্বিঘ্নে নিজের ভোটাধিকার প্রয়োগ করতে পারে সে জন্য জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন থাকবে বলে সুনিশ্চিত করেন। আড়াইহাজার পৌরসভা নির্বাচন হবে একটি নারায়ণগঞ্জের মডেল নির্বাচন। কোন অনিয়ম ছাড় দেওয়া হবে না।
বুধবার (৭ জুন) বিকেলে আড়াইহাজার পৌরসভার সাধারণ নির্বাচন-২০২৩ উপলক্ষে উপজেলা পরিষদের হল রুমে প্রার্থীদের নির্বাচনী আচরণ বিধিমালা প্রতিপালন বিষয়ক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল পিপিএম (বার) , র্যাব-১১ এর পুলিশ সুপার মাহমুদ, বিজিপির প্রতিনিধি রাহুল আসাদ, আড়াইহাজার পৌরসভার রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ রবিউল আলম, সহকারী কমিশনার (ভূমি) পান্না আক্তার, উপজেলা নির্বাচন কর্মকর্তা সুলতানা এলিন, আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মুহাম্মদ এমদাদুল ইসলাম প্রমুখ।
জেলার সুযোগ্য পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল বলেন, নির্বাচনকে সামনে রেখে আগামী বুধবার থেকে বহিরাগতদের নির্বাচনী এলাকায় প্রবেশ নিষেধ। রেজিষ্ট্রেশন বিহীন কোন মোটরসাইকেল দেখলেই আটকের নির্দেশ দেন তিনি। এছাড়াও অনুমোদনহীন কোনো অনলাইন সাংবাদিককে পর্যক্ষেণ কার্ড না দেয়ার জন্য রিটার্নিং কর্মকর্তাকে নির্দেশ দেন।
প্রসঙ্গত উল্লেখ্য যে, আড়াইহাজার পৌরসভা নির্বাচনে আগামী ১২ জুন মেয়র পদে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
◑ Chief Adviser-☞ Abu Jafor Ahamed babul ◑ Adviser☞ Mohammad Kamrul Islam
◑Editor & publisher-☞ Mohammad Islam ✪Head office:-Motijheel C/A, Dhaka-1212,
✪Corporate office:-B.B Road ,Chasara, Narayanganj-1400, ✆Tell-02-47650077,02-2244272 Cell:+88-01885-000126
◑web:www.samakalinkagoj.com. ✪For news:(Online & Print)samakalinkagojnews@gmail.com,
✪For advertisements:-ads.samakalinkagoj@gmail.com✪For Editor & publisher:-editorsamakalinkagoj@gmail.com.✆Cell: +8801754-605090(Editor)☞Instagram.com/samakalinkagoj ☞ twitter.com/samakalinkagoj
☞সম্পাদক ও প্রকাশক কর্তৃক ১৮০,ফকিরাপুল পানির টাংকির গলি,মতিঝিল বা/এ, ঢাকা অবস্থিত 'জননী প্রিন্টার্স' ছাপাখানা হতে মুদ্রিত, ✪ রেজি ডি/এ নং-৬৭৭৭
◑ All Rights Reserved ©Daily samakalin kagoj paper authority>(© সর্বস্বত্ব সংরক্ষিত ©দৈনিক সমকালীন কাগজ পত্রিকা কর্তৃপক্ষ)
Copyright © 2025 Daily Samakalin Kagoj. All rights reserved.