অনলাইন ডেস্ক।।
আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের অ্যাওয়ে সিরিজ দেশের মানুষ সরাসরি টিভিতে দেখতে পারেনি। আইসিসি টিভি ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ইউটিউব চ্যানেলে দেখানো হয় তিন ম্যাচের সেই ওয়ানডে সিরিজ। সে সময় বোর্ড প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন জানিয়েছেন বিসিবির নিজস্ব টিভি আনার কথা। অবশেষে 'বিসিবি টিভি' নামে নিজস্ব টিভি আনার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সোমবার (১২ জুন) বোর্ড মিটিংয়ের শেষে বিসিবি কার্যালয়ে গণমাধ্যমকর্মীদের বিষয়টি নিশ্চিত করেন নাজমুল হাসান পাপন।
তিনি বলেন, 'আমরা বোর্ড মিটিং এ ঠিক করেছি, নিজস্ব সংস্থার নামে বিসিবি টিভির জন্য আবেদন করব। আমরা নিজেরাই টিভির জন্য আবেদন করব। আমরা ইনশাআল্লাহ্ এটা পেয়েও যাব।'
'পেয়ে গেলে আর এই খেলা দেখানোর জন্য কারও ধন্যা দিতে হবে না। শুধুমাত্র আন্তর্জাতিক ম্যাচ নয়, আমাদের টিভি থাকলে ঘরোয়া ম্যাচগুলোও আমরা দেখাতে পারব,' আরও যোগ করেন বিসিবি সভাপতি।অ্যাওয়ে সিরিজ এলেই বাংলাদেশের খেলা সম্প্রচার নিয়ে নানান ধরনের জটিলতা দেখা দেয়। কদিন আগেই আয়ারল্যান্ড সিরিজ এর বড় প্রমাণ। নানান ধরনের দেন-দরবার করেও বাংলাদেশের কোনো টিভি চ্যানেলের কাছে সেই সিরিজের স্বত্ব বিক্রি করা সম্ভব হয়নি। অথচ একই সময়ে সম্প্রচার করা হয়েছিল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) খেলা।
এর আগে বিপিএলের সম্প্রচার স্বত্ব বিক্রি নিয়ে জটিলতা তৈরি হয়েছিল। এটিকে দুঃখজনক হিসেবে আখ্যায়িত করে বিসিবি সভাপতি বলেছেন, 'আমাদের এখানে খেলা দেখা নিয়ে একটু সমস্যা হচ্ছে। বিশেষ করে, আমরা দেখেছি যে, বিপিএলের সময় যেটা দেখলাম, আমাদের এখান থেকে কেউ (সম্প্রচার স্বত্ব কেনার বিডিংয়ে) অংশগ্রহণই করেনি। আমাদের জন্য এটা অত্যন্ত দুঃখজনক।'
দেশের খেলা বাদ দিয়ে ভিনদেশি লিগের খেলা দেখানোতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছেন বোর্ড সভাপতি। তিনি বলেছেন, 'এখানে আরও কতগুলো বিষয় আছে। আমরা দেখছি যে, যেসব খেলা দেখায় শ্রীলঙ্কা, সংযুক্ত আরব আমিরাত, দক্ষিণ আফ্রিকার লিগগুলো (ফ্র্যাঞ্চাইজি) দেখাচ্ছে। কিন্তু আমাদের খেলা দেখানোয় কোনো আগ্রহ নেই। তাই, আমাদের কাছে মনে হয়েছে, এভাবে বসে থাকা যায় না।'
শুধুমাত্র আয়ারল্যান্ড সিরিজ নয়, এর আগে ওয়েস্ট ইন্ডিজ সফরেও এমন জটিলতা তৈরি হয়েছিল। শেষ পর্যন্ত এক ম্যাচ পর সিরিজটি দেশের মানুষ টিভিতে সরাসরি দেখতে পেয়েছিল। এবার তাই নিজস্ব টিভি নিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছে দেশের সবচেয়ে ধনী ক্রীড়া সংস্থা বিসিবি।
(Editor & Publisher-Islam)
Head office:-Motijheel C/A, Dhaka-1212,
Corporate office:-B.B Road ,Chasara, Narayanganj-1400, Tell-02-47650077,02-2244272 Cell:+88-01885-000124,01885-000126
web:www.samakalinkagoj.com. For news:(Online & Print)
samakalinkagojnews@gmail.com, news.samakalinkagoj@gmail.com
For advertisements:-ads.samakalinkagoj@gmail.com
For publisher & editor:-editorsamakalinkagoj@gmail.com. Cell: +8801754-605090(Editor)
☞Instagram.com/samakalinkagoj ☞ twitter.com/samakalinkagoj
সম্পাদক ও প্রকাশক কর্তৃক ১৮০,ফকিরাপুল পানির টাংকির গলি,মতিঝিল বা/এ, ঢাকা অবস্থিত 'জননী প্রিন্টার্স' ছাপাখানা হতে মুদ্রিত, ✪ রেজি ডি/এ নং-৬৭৭৭
© All Rights Reserved ©Daily samakalin kagoj paper authority>(© সর্বস্বত্ব সংরক্ষিত ©দৈনিক সমকালীন কাগজ পত্রিকা কর্তৃপক্ষ)
Copyright © 2024 Samakalin Kagoj. All rights reserved.