ডেস্ক রিপোর্ট।।
বাংলাদেশী হজযাত্রীদের সেবা না দিয়ে গাফিলতি করে অনুমতি ছাড়াই তায়েফ ভ্রমণ করার অপরাধে ৭ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ করেছে সৌদি আরবের বাংলাদেশ হজ অফিস।
শুক্রবার (২৬ মে) ওই ৭ কর্মকর্তা-কর্মচারীকে পৃথক নোটিশে শোকজ করা হয়।
যে সকল কর্মকর্তা-কর্মচারীদের কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে,তারা হলেন- জনপ্রশাসন মন্ত্রণালয়ের লোক প্রশাসন কম্পিউটার কেন্দ্রের (পিএসিসি) রক্ষণাবেক্ষণ প্রকৌশলী মো. লিয়াকত আলী,অর্থনৈতিক সম্পর্ক বিভাগের ব্যক্তিগত কর্মকর্তা মো. নুর ইসলাম, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অফিস সহায়ক লাইজু আক্তার, পুলিশের বিশেষ শাখার (এসবি) উপ-পুলিশ পরিদর্শক (এসআই) রহিমা আক্তার, জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা জাহান আরা বেগম, মন্ত্রিপরিষদ বিভাগের প্রশাসনিক কর্মকর্তা মো. সাইদুর রহমান ও শাহেনা খানম।
শোকজ নোটিশে বলা হয়,বাংলাদেশী হজযাত্রীদের সেবার জন্য দেশ থেকে দায়িত্ব পালনে বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীকে সরকারি ব্যয়ে সৌদি পাঠানো হয়েছে। কিন্তু টিমের সদস্যরা হজযাত্রীদের সেবায় নিয়োজিত থাকলেও এই ৭জন দায়িত্ব পালনে অবহেলা করে যথাযথ কর্তৃপক্ষের বিনা অনুমতিতে মক্কার বাইরে তায়েফে ভ্রমণে চলে যান। তাদের এমন দায়িত্বহীন আচরণে হজযাত্রীদের মধ্যে বিরুপ মনোভাব তৈরি হওয়া সহ দেশের ভাবমূর্তি ক্ষুন্ন এবং সরকারি অর্থ অপচয়ের সামিল অপরাধ ।
এ ধরনের কার্যক্রম ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের ‘হজ টিমের সদস্যদের দায়িত্ব এবং প্রশিক্ষণ নির্দেশিকা’ এবং‘সরকারি চাকরি আইন, ২০১৮’ এর পরিপন্থি। তাই, এ বিষয়ে আগামী ৩ জুনের মধ্যে হজ কাউন্সিলর মো. জহিরুল ইসলামের কাছে ব্যাখ্যা প্রদানের জন্য বলা হলো। অন্যথায় তাদের বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রসঙ্গত উল্লেখ্য যে, চাঁদ দেখা সাপেক্ষে চলতি বছরের ২৭ জুন (৯ জিলহজ) পবিত্র হজ অনুষ্ঠিত হবে। চলতি বছর বাংলাদেশ থেকে ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজে যাওয়ার কথা রয়েছে। কিন্তু হজের খরচ আগের তুলনায় এবার বেশি হওয়ায় সাড়ে তিন হাজার কোটা খালি রেখেই হজের সার্বিক প্রস্তুতি সম্পন্ন করেছে সে দেশের সরকার।
গত ২১ মে হজযাত্রীদের প্রথম ফ্লাইট শুরু হয়। সর্বশেষ হবে ২২ জুন। হজ পালন শেষে দেশে ফেরার জন্য ফ্লাইট শুরু হবে আগামী ২ জুলাই। ফিরতি ফ্লাইট শেষ হবে ২ আগস্ট।
◑ Chief Adviser-☞ Abu Jafor Ahamed babul ◑ Adviser☞ Mohammad Kamrul Islam
◑Editor & publisher-☞ Mohammad Islam ✪Head office:-Motijheel C/A, Dhaka-1212,
✪Corporate office:-B.B Road ,Chasara, Narayanganj-1400, ✆Tell-02-47650077,02-2244272 Cell:+88-01885-000126
◑web:www.samakalinkagoj.com. ✪For news:(Online & Print)samakalinkagojnews@gmail.com,
✪For advertisements:-ads.samakalinkagoj@gmail.com✪For Editor & publisher:-editorsamakalinkagoj@gmail.com.✆Cell: +8801754-605090(Editor)☞Instagram.com/samakalinkagoj ☞ twitter.com/samakalinkagoj
☞সম্পাদক ও প্রকাশক কর্তৃক ১৮০,ফকিরাপুল পানির টাংকির গলি,মতিঝিল বা/এ, ঢাকা অবস্থিত 'জননী প্রিন্টার্স' ছাপাখানা হতে মুদ্রিত, ✪ রেজি ডি/এ নং-৬৭৭৭
◑ All Rights Reserved ©Daily samakalin kagoj paper authority>(© সর্বস্বত্ব সংরক্ষিত ©দৈনিক সমকালীন কাগজ পত্রিকা কর্তৃপক্ষ)
Copyright © 2025 Daily Samakalin Kagoj. All rights reserved.