আন্তর্জাতিক ডেস্ক।।
বিশ্বকে কাদিয়ে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন অস্ট্রেলিয়া টেস্ট দলের সাবেক অধিনায়ক ব্রায়ান বুথ। অজিদের সাদা পোশাকের জার্সিতে ৩১তম অধিনায়ক ছিলেন ব্রায়ান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৯ বছর।
ব্রায়ান বুথের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) সিইও নিক হকলি। একই সঙ্গে তার মৃত্যুতে গভীর সমবেদনা জানিয়েছেন অজিদের এই বোর্ড কর্মকর্তা।
নিক হকলি মতে, 'ব্রায়নকে ক্রিকেট এবং এর বাইরেও অত্যন্ত সম্মানিত এবং প্রশংসিত করা হয়েছিল। আমরা তার পত্নী জুডি, পরিবার এবং বন্ধুদের প্রতি আমাদের গভীর সমবেদনা জানাই। তার অসাধারণ জীবন ছিল ক্রিকেট অঙ্গনে। দুঃখজনকভাবে তাকে আমরা মিস করব। ক্রিকেটে তার অবদান অনুপ্রেরণা হয়ে থাকবে এবং সর্বদা স্মরণ করা হবে।'
অজিদের জার্সিতে ১৯৬১ সালে অভিষেক হয়েছিল ব্রায়ান বুথের। এর আগে ১৯৫৬ সাল পর্যন্ত মেলবোর্ন অলিম্পিকে অজিদের প্রতিনিধিত্ব করার কীর্তি আছে তার জীবনে।
অজিদের হয়ে ২৯টি টেস্ট ম্যাচে খেলেছেন এ বুথ। এর মধ্যে পাঁচটি সেঞ্চুরি ও ১০টি হাফ-সেঞ্চুরি হাঁকিয়েছেন তিনি। আর টেস্টে ১ হাজার ৭৭৩ রান করেছেন তিনি।
ক্রিকেটে বিশেষ অবদানের কারণে তাকে মেলবোর্ন ক্রিকেট ক্লাবের আজীবন সদস্য করা হয়। এরপর ১৯৮২ সালে 'এমবিই' ও ২০১৪ সালে তাকে এনএসডব্লিউ 'হল অফ ফেম'-এ অন্তর্ভুক্ত করা হয়।
◑ Chief Adviser-☞ Abu Jafor Ahamed babul ◑ Adviser☞ Mohammad Kamrul Islam
◑Editor & publisher-☞ Mohammad Islam ✪Head office:-Motijheel C/A, Dhaka-1212,
✪Corporate office:-B.B Road ,Chasara, Narayanganj-1400, ✆Tell-02-47650077,02-2244272 Cell:+88-01885-000126
◑web:www.samakalinkagoj.com. ✪For news:(Online & Print)samakalinkagojnews@gmail.com,
✪For advertisements:-ads.samakalinkagoj@gmail.com✪For Editor & publisher:-editorsamakalinkagoj@gmail.com.✆Cell: +8801754-605090(Editor)☞Instagram.com/samakalinkagoj ☞ twitter.com/samakalinkagoj
☞সম্পাদক ও প্রকাশক কর্তৃক ১৮০,ফকিরাপুল পানির টাংকির গলি,মতিঝিল বা/এ, ঢাকা অবস্থিত 'জননী প্রিন্টার্স' ছাপাখানা হতে মুদ্রিত, ✪ রেজি ডি/এ নং-৬৭৭৭
◑ All Rights Reserved ©Daily samakalin kagoj paper authority>(© সর্বস্বত্ব সংরক্ষিত ©দৈনিক সমকালীন কাগজ পত্রিকা কর্তৃপক্ষ)
Copyright © 2025 Daily Samakalin Kagoj. All rights reserved.