প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২, ২০২৬, ২:৩৩ এ.এম || প্রকাশের তারিখঃ মে ২১, ২০২৩, ১১:২৬ এ.এম
নারায়ণগঞ্জে গোয়েন্দা তথ্যে ভুয়া ডাক্তার আটক,ডায়াগনস্টিক সীলগালা

বিশেষ প্রতিনিধি।।
নারায়ণগঞ্জ শহরে একটি ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে এক ভুয়া এমবিবিএস ডাক্তারকে আটক করে এক বছরের কারাদণ্ড দিয়েছে জেলা প্রশাসন কতৃক পরিচালিত ভ্রাম্যমাণ আদালত।
রবিবার (২১ মে) দুপুর ২টার দিকে নারায়ণগঞ্জ শহরের প্রানকেন্দ্র ডিআইটি এলাকায় অবস্থিত 'সুপার ডায়াগনস্টিক সেন্টারে জেলার গোয়েন্দা সংস্থার তথ্য সূত্রে অভিযান চালায় ভ্রাম্যমান মোবাইল কোর্ট।
এ সময় সুপার ডায়াগনস্টিক সেন্টারে দায়িত্বরত কনসালটেন্ট সনোলজিস্ট (এমবিবিএস) ভুয়া ডাক্তার মোস্তফা মিজানুর রহমানকে আটক করে। এসময় ভ্রাম্যমাণ আদালত তার কাগজপত্র চ্যালেঞ্জ করলে এমবিবিএ সহ অন্যান্য কাগজপত্র দেখাতে ব্যর্থ হলে, ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট নুশরাত আরা খানম প্রচলিত আইন অনুযায়ী তাকে বিনাশ্রম এক বছরের কারাদণ্ড প্রদান করে, পাশাপাশি 'সুপার ডায়াগনস্টিক সেন্টারটি সিলগালা করে দেয়া হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট নুশরাত আরা খানম বলেন, শহরের ব্যস্ততম স্থানের মধ্যে 'সুপার ডায়াগনস্টিক সেন্টারে কোনো ধরনের কাগজপত্র যাচাই-বাছাই ছাড়াই ওই ব্যক্তিকে আলট্রাসনোগ্রাম বিভাগে নিয়োগ দেয় ডায়াগনস্টিক কর্তৃপক্ষ। আটককৃত মিজানুর রহমান নিজেকে ভুয়া ডাক্তার হিসেবে স্বীকার করেন।
এ ঘটনায় সুপার ডায়াগনস্টিক সেন্টার মালিকানাপর্শদের সরকারী কাজে অসহযোগিতা ও যাচাই-বাছাই ব্যথিত ডাক্তার নিয়োগে উপযুক্ত কোনো ধরনের কাগজপত্র দেখাতে না পারার অপরাধে ডায়াগনস্টিক সেন্টারকে ১ লক্ষ টাকা অর্থদন্ড ও সীলগালা সহ সতর্ক করা হয়।
✪ Chief Adviser, Prabir Kumar Saha, ✪ Chief Advisor, Masuduzzaman Masud ✪ Adviser- Mohammad Kamrul Islam, ✪Editor & publisher- Mohammad Islam.☞Head office:-Motijheel C/A, Dhaka-1212, Corporate office:-B.B Road ,Chasara,Narayanganj-1400,✆-02-47650077,02-2244272 Cell:+88-01885-000126.web: www.samakalinkagoj.com, News-samakalinkagoj@gmail.com,✆+8801754-605090(Editor) সম্পাদক ও প্রকাশক কর্তৃক ১৮০,ফকিরাপুল পানির টাংকির গলি,মতিঝিল বা/এ, ঢাকা অবস্থিত 'জননী প্রিন্টার্স' ছাপাখানা হতে মুদ্রিত,®রেজি ডি/এ নং-৬৭৭৭, All Rights Reserved ©Daily samakalin kagoj paper authority সর্বস্বত্ব সংরক্ষিত ©দৈনিক সমকালীন কাগজ পত্রিকা কর্তৃপক্ষ।
Copyright © 2026 Daily Samakalin Kagoj. All rights reserved.