স্টাফ রিপোর্টার।।
একটি চলন্ত ট্রেনের নিচে পড়ে গিয়েও কোনো রকম জখম ছাড়া বেঁচে ফিরেন এক স্কুল পড়ুয়া ছাত্র। ঘটনাটি ঘটেছে রাজধানীর প্রানকেন্দ্র শিল্প এলাকা তেজগাঁও অদূরে রেলস্টেশন এলাকায়।
বুধবার(২৪ মে) দুপুরের দিকে ওই ঘটনার একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পরে। তবে তার সম্পর্কে কিছুই জানা সম্ভব হয়নি।
ভিডিওতে দেখা যায়, পিছনে ব্যাগ কাঁধে এক শিক্ষার্থী যুবক রেললাইনের মাঝামাঝি শুয়ে আছে। এসময় তার ওপর দিয়ে যাচ্ছে মালবাহী একটি ট্রেন। বাইরে থেকে উৎসুক লোকজন ওই ছাত্রকে একটুও না নড়তে বা মাথা উঁচু না করতে নির্দেশনা দিচ্ছেন। কিছুক্ষণ পর ট্রেন থামলে সেখান থেকে বেরিয়ে আসে ওই শিক্ষার্থী।
সূত্র মতে জানা গেছে,প্রানে বেচে যাওয়া ওই শিক্ষার্থী তেজগাঁও রেলওয়ে স্টেশন এলাকায় রেললাইন ধরে হাঁটছিলেন। এ সময় ধাক্কা খেয়ে ছেলেটি রেললাইনে পড়ে গিয়ে তখনই সে দেখতে পায় একটি মালবাহী ট্রেন দ্রুত গতিতে ওই লাইন দিয়ে আসছে। ট্রেনটি খুব দ্রুত কাছাকাছি চলে আসলে ছেলেটি লাইনের মাঝে শুয়ে পড়ে।ট্রেন লাইনের মাঝামাঝি থাকার কারণে তার শরীরে কোনো ধরনের জখম হয়নি। ট্রেন থামার পর তাকে নিরাপদে সেখান থেকে বের করে আনেন উপস্থিত জনসাধারণ।
এ ঘটনায় ঢাকা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আহমেদ বলেন, আমরা ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিও থেকে বিষয়টি দেখেছি। ওই শিক্ষার্থী সম্পর্কে কোনো কিছু এখনো জানতে পারিনি। জানার পর বিস্তারিত বলতে পারবো।
Chief Adviser-...
Adviser- Mohammad Kamrul Islam,
Editor & publisher- Mohammad Islam.
Head office:-Motijheel C/A, Dhaka-1212, Corporate office:-B.B Road ,Chasara,
Narayanganj-1400,✆-02-47650077,02-2244272 Cell:+88-01885-000126.
web:www.samakalinkagoj.com. News-samakalinkagoj@gmail.com, advertisements-ads.samakalinkagoj@gmail.com,
✆+8801754-605090(Editor).সম্পাদক ও প্রকাশক কর্তৃক ১৮০,ফকিরাপুল পানির টাংকির গলি,মতিঝিল বা/এ, ঢাকা অবস্থিত 'জননী প্রিন্টার্স' ছাপাখানা হতে মুদ্রিত, ◑ রেজি ডি/এ নং-৬৭৭৭, All Rights Reserved ©Daily samakalin kagoj paper authority সর্বস্বত্ব সংরক্ষিত ©দৈনিক সমকালীন কাগজ পত্রিকা কর্তৃপক্ষ।
Copyright © 2025 Samakalin Kagoj. All rights reserved.